School: বিনা নোটিসে ভেঙে গুঁড়িয়ে দেওয়া গল সরকারি স্কুল! স্থানীয়দের লুটপাট, ক্ষোভে ফেটে পড়লেন শিক্ষক, অভিভাবকরা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
School: বিনা নোটিশে সরকারি প্রাথমিক বিদ্যালয় বুল ডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: বিনা নোটিশে সরকারি প্রাথমিক বিদ্যালয় বুল ডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার ১ ব্লকের সোনাপুর চৌপথি লাগোয়া চকচকা সূর্য সেন বিদ্যাপিঠ নামে ৫২ বছরের পুরনো সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। স্কুল ভেঙ্গে দেওয়ার পরে স্কুল বিল্ডিংয়ের ইট ও অন্যান্য জিনিস লুটপাট করে নিতে দেখা যায় স্থানীয়দের। সূত্রের খবর পরে পুলিশ এসে লুটপাট বন্ধ করে।
উল্লেখ্য সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ চলছে। চার লেনের এই জাতীয় সড়ক নির্মাণ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তা নির্মাণের কারণে এই স্কুল বিল্ডিং ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু এই ঘটনার পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্তারা কোন মন্তব্য করছেন না।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, ” আমাদের কোনও নোটিশ না দিয়েই এদিন সন্ধ্যার আগে স্কুল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্কুলের জিনিস পত্র লুটপাট হচ্ছে। পরে পুলিশকে জানালে পুলিশ এসে লুটপাট বন্ধ করে। সোমবার থেকে ছাত্র ছাত্রীদের কোথায় পড়াবো তাই নিয়ে দু:শ্চিন্তায় আছি। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”
advertisement
এদিকে আজও স্কুল চত্ত্বরে কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এস এস সি পরীক্ষা থাকায় পুলিশের আবেদনে পথ অবরোধ আন্দোলন থেকে পিছিয়ে এসেছেন স্থানীয়রা। সোমবার কোথায় স্কুল বসবে তাই নিয়ে দু:শ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। জরুরী বৈঠকে প্রশাসন। মুখে কুলুপ জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
আগামীকাল সোমবার স্কুল খুলবে। স্কুল কোথায় হবে তাই নিয়ে দু:শ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।
advertisement
বিনা নোটিশে এভাবে স্কুল ভেঙ্গে দেওয়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও প্রাক্তন পড়ুয়ারা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষা দফতর। কীভাবে সমস্যার সনাধান করা যায় তাই নিয়ে ভাবছেন তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 8:53 PM IST