South Dinajpur News: মানুষের ভুলে অকালে প্রাণ হারাচ্ছে নিষ্পাপ পাখিরা! বাঁচাতে অভিনব উদ্যোগ

Last Updated:

জলচর পাখিদের প্রাণ বাঁচাতে অভিনব উদ্যোগ

+
পাখিদের

পাখিদের অকাল মৃত্যু নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান!

দক্ষিণ দিনাজপুর: নদীর তীরবর্তী পাখিদের মৃত্যু মাঝে-মধ্যেই ঘটছে। কোথাও নাইলনের দড়ি দিয়ে তৈরি করা হয়েছে জাল। আবার কোথাও সরু ছিদ্রের মাছ ধরার জাল বিছিয়ে রাখা হয়েছে নদীর উপরে। মাছের টানে ছোঁ মেরে নদীর জলে নামতে গেলেই ঘটছে বিপত্তি। বক, পানকৌড়ি, মাছরাঙার পা আটকে যাচ্ছে জালের ছিদ্রে। মারাও যাচ্ছে পাখিরা। অজস্র নদীতে এমন ঘটনায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বহু দেশি পাখির।
পাখিদের এই অকাল মৃত্যু নিয়ে বালুরঘাট শহরের পরিবেশ প্রেমীদের পক্ষ থেকে আত্রেয়ী নদীর তীরবর্তী একাধিক জায়গায় সচেতনতামূলক প্রচার অভিযান চলছে। মূলত নদীতে যারা মাছ ধরে সে সমস্ত মানুষরা যাতে ফাদিজাল না ফেলে সেই বিষয়ে জোর প্রচার চালানো হচ্ছে।
advertisement
advertisement
এদিন আত্রেয়ী নদীর চকভবানী এলাকার স্বল্প উচ্চতার বাঁধ সংলগ্ন স্থানে গিয়ে মৎস্যজীবী ও স্থানীয় মানুষদের সচেতন করেন পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা। দিশারী সংকল্পের সদস্যদের কাছে খবর আসে গত কয়েকদিন ধরে মৎস্যজীবীদের ফাদি জালে জলচর পাখিরা বিপদে পড়ছে। সেই অনুযায়ী এদিন সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে আসে বিজন সরকার, তুহিন শুভ্র মন্ডল সহ আরও বেশকিছু প্ররিবেশপ্রেমী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার নদীতে গত বছরের তুলনায় জলচর পাখি প্রচুর দেখা দিয়েছে। দেখা মিলেছে পরিযায়ী পাখিরও। কিছুদিন আগেও নদীর চরে অসংখ্য সরাল ছিল। তাদের এখন দেখা যাচ্ছে না বলে মত স্থানীয়দের। লেসার হুইসিলিং ডাক যেমন অনেক এসেছিল, কদিন আগেও দেখা গিয়েছে নর্দান শোভেলার, গারগেনি, গ্রিন সাংক, স্যান্ডপাইপার, রিভার ল্যাপউইংদেরও ঘুরতে দেখা দিয়েছে ইতিমধ্যে। তাদের সুরক্ষায় যেন কোন অসুবিধা না হয়, অস্তিত্ব সংকটে না পড়ে সেই কারণেই সচেতনতা অভিযান। এমনকি এই সঙ্গে নদী ও মাছ বৈচিত্র সম্পর্কেও সচেতন করা হয় এদিন।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: মানুষের ভুলে অকালে প্রাণ হারাচ্ছে নিষ্পাপ পাখিরা! বাঁচাতে অভিনব উদ্যোগ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement