Saraswati Puja 2024: কী করবেন, কী করবেন না বলে দিচ্ছেন দেবী সরস্বতী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
সরস্বতী পুজোর আয়োজন করেছে শিলিগুড়ির সমাজসেবী সংস্থা ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সকালেই খুদেরা শাড়ি, পাঞ্জাবি পরে হাজির হয়ে গিয়েছিল সরস্বতী পুজোর অঞ্জলি দিতে
শিলিগুড়ি: সরস্বতী পুজোর থিমে সমাজ সচেতনতার বার্তা। নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা থেকে দূর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, শিশুশ্রম রোধ থেকে সবুজ বাঁচানোর শপথ— সরস্বতী পুজোর থিমে উঠে এল এমনই বেশ কিছু সামাজিক বার্তা। শিলিগুড়ি শহরের হাতিয়াডাঙা এলাকার সরস্বতী পুজোর থিমে উঠে এসেছে নানা সামাজিক বার্তা। উদ্যোক্তাদের মতে, পুজো দেখতে অনেকে আসেন। তাই এইভাবে সামাজিক বার্তা তুলে ধরলে তা মানুষের মধ্যে অনেক বেশি প্রভাব ফেলবে।
এই অভিনব সরস্বতী পুজোর আয়োজন করেছে শিলিগুড়ির সমাজসেবী সংস্থা ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সকালেই খুদেরা শাড়ি, পাঞ্জাবি পরে হাজির হয়ে গিয়েছিল সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। শিশুরা নাটকের মাধ্যমে শিশুশ্রম, বাল্য বিবাহ, একটি গাছ একটি প্রাণ, দূর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে নাটক পরিবেশন করে। সব মিলিয়ে এক অভিনব পুজোর আয়োজন খুদেদের। পুজো দেখতে আসা সমীর চন্দর কথায়, পুজোয় এমন ভাবনা সত্যি অভাবনীয়। একটা সময় ছিল নাটকের মাধ্যমে অনেক বার্তা পৌঁছে দেওয়া হত। বহুদিন পর আবার এরকম ব্যবস্থা দেখে সত্যি আমি আপ্লুত। এওমন পুজো যেন শিলিগুড়ির প্রতিটি জায়গাতেই হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সমাজসেবী রাকেশ দত্ত বলেন, এখনও সমাজের সবস্তরে সমান সচেতনতা গড়ে ওঠেনি। ফলে, অনভিপ্রেত কিছু ঘটনা ঘটছে। আমাদের সকলেরই উচিত নিজেরা আরও সচেতন হওয়া। অন্যকেও বেশি করে সচেতন করা।
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2024 6:38 PM IST