Saraswati Puja 2024: কী করবেন, কী করবেন না বলে দিচ্ছেন দেবী সরস্বতী

Last Updated:

সরস্বতী পুজোর আয়োজন করেছে শিলিগুড়ির সমাজসেবী সংস্থা ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সকালেই খুদেরা শাড়ি, পাঞ্জাবি পরে হাজির হয়ে গিয়েছিল সরস্বতী পুজোর অঞ্জলি দিতে

+
সরস্বতী

সরস্বতী পুজোয় সমাজ সচেতনতা মূলক নাটক

শিলিগুড়ি: সরস্বতী পুজোর থিমে সমাজ সচেতনতার বার্তা। নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা থেকে দূর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, শিশুশ্রম রোধ থেকে সবুজ বাঁচানোর শপথ— সরস্বতী পুজোর থিমে উঠে এল এমনই বেশ কিছু সামাজিক বার্তা। শিলিগুড়ি শহরের হাতিয়াডাঙা এলাকার সরস্বতী পুজোর থিমে উঠে এসেছে নানা সামাজিক বার্তা। উদ্যোক্তাদের মতে, পুজো দেখতে অনেকে আসেন। তাই এইভাবে সামাজিক বার্তা তুলে ধরলে তা মানুষের মধ্যে অনেক বেশি প্রভাব ফেলবে।
এই অভিনব সরস্বতী পুজোর আয়োজন করেছে শিলিগুড়ির সমাজসেবী সংস্থা ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সকালেই খুদেরা শাড়ি, পাঞ্জাবি পরে হাজির হয়ে গিয়েছিল সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। শিশুরা নাটকের মাধ্যমে শিশুশ্রম, বাল্য বিবাহ, একটি গাছ একটি প্রাণ, দূর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে নাটক পরিবেশন করে। সব মিলিয়ে এক অভিনব পুজোর আয়োজন খুদেদের। পুজো দেখতে আসা সমীর চন্দর কথায়, পুজোয় এমন ভাবনা সত্যি অভাবনীয়। একটা সময় ছিল নাটকের মাধ্যমে অনেক বার্তা পৌঁছে দেওয়া হত। বহুদিন পর আবার এরকম ব্যবস্থা দেখে সত্যি আমি আপ্লুত। এওমন পুজো যেন শিলিগুড়ির প্রতিটি জায়গাতেই হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সমাজসেবী রাকেশ দত্ত বলেন, এখনও সমাজের সবস্তরে সমান সচেতনতা গড়ে ওঠেনি। ফলে, অনভিপ্রেত কিছু ঘটনা ঘটছে। আমাদের সকলেরই উচিত নিজেরা আরও সচেতন হওয়া। অন্যকেও বেশি করে সচেতন করা।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Saraswati Puja 2024: কী করবেন, কী করবেন না বলে দিচ্ছেন দেবী সরস্বতী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement