Spicejet flight: বিমানে যান্ত্রিক ত্রুটি! বাগডোগরায় টেক অফ করেও অবতরণ স্পাইসজেটের বিমানের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Spicejet flight: সকাল সকাল ট্রেন দুর্ঘটনার খবর শিরোনামে উঠে এসেছে। এবার দুর্ঘটনার জেরে অবতরণ ঘটানো হল স্পাইসজেটের বিমানের।
শিলিগুড়ি: সকাল সকাল ট্রেন দুর্ঘটনার খবর শিরোনামে উঠে এসেছে। এবার টেক অফ করেও অবতরণ করানো হল স্পাইসজেটের বিমানের।
ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে। যান্ত্রিক ত্রুটির জেরে অবতরণ করনো হয় দিল্লিগামী স্পাইসজেট ৮১৯৯। মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় এই স্পাইসজেটের বিমানটি। সূত্রের খবর বিমানতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন।
advertisement
বাগডোগরা থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই পাইলটের নজরে আসে বিমানটির যান্ত্রিক ত্রুটির বিষয়টি। তবে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি। যান্ত্রিক সমস্যা নজরে আসার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
advertisement
টেক অফের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বাগডোগরা বিমানবন্দরে ফের অবতরণ করানো হয় বিমানটিকে। ১৬০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল বিমানটি, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানটির ৮টা ১০ মিনিটে বাগডোগরা ছেড়ে যাওয়ার কথা ছিল, দিল্লিতে পৌঁছনোর কথা ছিল ১০টা ১৫ মিনিটে। যদিও যান্ত্রিক ত্রুটির জন্য বেশি কিছুটা দেরি করে বিমানটি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 11:28 AM IST