Train accident: হাওড়া-মুম্বই মেলে বাড়তে পারে মৃতের সংখ্যা, দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে একাধিক পদক্ষপ, দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Train accident: মঙ্গলবার সকালেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া- মুম্বই মেলের ১৮ বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা।
চক্রধরপুর: মঙ্গলবার সকালেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া- মুম্বই মেলের ১৮ বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা। রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ নিল ভারতীয় রেল।
যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে যাত্রীদের বিশেষ বাসে অন্যত্র নিয়ে হচ্ছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে চক্রধরপুর রেল হাসপাতাল এবং খুটপানি হাসপাতালে। সেই সঙ্গে যাত্রীদের মুম্বই নিয়ে যাওয়ার জন্য় সকাল ১০টায় ০২৮১০ চক্রধরপুর সিএসএমটি মুম্বই রিলিফ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে রেল।
advertisement
advertisement
আরও পড়ুন: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, হাওড়া থেকে আজ বাতিল কোন রুটের কোন ট্রেন? রইল তালিকা
ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যেই ৪ জন যাত্রীকে দিয়ে দেওয়া হয়েছে, বাকিদেরও দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই দুর্ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন যাত্রী।
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে থাকা যাত্রীদের সাহায্যের জন্য ইতি মধ্যেই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে দুটো হেল্প ডেস্ক খোলা হয়েছে। ১৭ ও ২১ নম্বর প্লাটফর্মের কাছে এই দুটি হেল্প ডেস্ক বসানো হয়েছে। দুর্ঘটনার জন্য এখনও পর্যন্ত দু’টি ট্রেন বাতিল করা হয়েছে এবং চারটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
advertisement
হেল্প ডেস্কের নম্বর: ০৩৩২৬৩৭৭১৯৬
রেল ফোন ৪৫২৬১
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 10:51 AM IST