Darjeeling News: কেউ পেল পুরস্কার, কেউ উপহার! পুলিশের এমন কর্মকাণ্ডে অনেকেই আনন্দিত, অনেকেই লজ্জিত
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
পুলিশের তরফে পুরস্কার আর উপহার পেয়ে খুশি অনেকেই, অনেকেই লজ্জিত
দার্জিলিং: দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল দার্জিলিং পুলিশ এবং দার্জিলিংয়ের বিভিন্ন ড্রাইভিং স্কুলগুলিকে। অভিনব কায়দায় সচেতন করা হল বিভিন্ন গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয়দের। সেফ ড্রাইভ সেভ লাইফ -এর অঙ্গ হিসেবে এই সচেতনতা অনুষ্ঠান।
বর্তমান যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে দুর্ঘটনার খবর উঠে আসে সেই অর্থেই গাড়িচালকদের আরও বেশি করে সচেতন করতে এই উদ্যোগ। এই অনুষ্ঠানের মধ্যে ড্রাইভারদের সচেতন করতে শুরু হয়েছে কুইজ কম্পিটিশন, যার মধ্যে রয়েছে বিভিন্ন রোড সাইন থেকে শুরু করে ট্রাফিক নিয়ম সংক্রান্ত বহু প্রশ্ন এবং উত্তর দিতে পারলেই দেওয়া হচ্ছে পুরস্কারও। প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে ভিডিও, তারপরেই চলছে প্রশ্ন উত্তর খেলা। এই অনুষ্ঠানে বিভিন্ন অভিনব কায়দায় গাড়িচালকদের সচেতন করতেই এই উদ্যোগ এখানেই শেষ নয়, এর পাশাপাশি রাস্তায় হেলমেটবিহীন বাইক চালক দেখলেই দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ধমক তারপরেই পরিয়ে দেওয়া হচ্ছে হেলমেট।
advertisement
আরও পড়ুন: বিকেল গড়াতেই গা ছমছমে পরিবেশ! এই পাহাড়ি গ্রাম পর্যটকদের স্বর্গরাজ্য, ভয়কে জয় করে আপনিও ঘুরে আসুন
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে দার্জিলিং ট্রাফিক ডিএসপি শেরেপ শেরপা বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ এবং বিগত কয়েক বছর থেকে সকল গাড়ি চালকদের সচেতন করতে পাহাড় থেকে সমতল সমস্ত জায়গায় এ ধরনের সচেতনামূলক অনুষ্ঠান করা হচ্ছে। এর ফলেই দুর্ঘটনার সংখ্যা দিনের পর দিন অনেকটাই কমেছে।”
advertisement
অন্যদিকেই এই প্রসঙ্গে দার্জিলিং -এর আরটিও মিল্টন দাস জানান, “শুধু গাড়িচালকই নয়, রাস্তা দিয়ে চলাচলকারী প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের বাচ্চাদের পর্যন্ত এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের প্রয়োজন। এবছর বিভিন্ন স্কুল থেকে শুরু করে জেলা প্রশাসনের উদ্যোগে এই জেলায় দুয়ারে সরকার ক্যাম্পেও বসানো হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ -এর কাউন্টার। যেখানে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই থেকে শুরু করে সড়ক সুরক্ষা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।”
advertisement
সাধারণত দুর্ঘটনা এড়াতেই এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। ট্রাফিক সিগন্যাল মেনে চলা, রাস্তা দিয়ে চলার সময় বিভিন্ন সাইনবোর্ডগুলি ফলো করা, এর পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় কড়া নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে গাড়ি চালকদের সচেতন করা হয়।
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 2:58 PM IST