রাস্তায় উন্নয়ন না দুর্ভোগ? পরিকল্পনার অভাবেই বিপাকে শহরবাসী
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়ির রাস্তায় উন্নয়ন না দুর্ভোগ? ক্ষুব্ধ শহরবাসী। শহরে উন্নয়নের জোয়ার বইছে—এমনটাই দাবি প্রশাসনের। তবে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তের চিত্র বলছে অন্য কথা, এমনই অভিযোগ শহরবাসীর একাংশের।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: শহরে এখন উন্নয়নের নামে চলছে একপ্রকার ‘ধ্বংসের’ খেলা এমনই অভিযোগ করছেন শহরবাসীর একাংশ। প্রশাসনের দাবি অনুযায়ী শহরে চলছে পরিকাঠামো উন্নয়ন, কিন্তু বাস্তবের ছবিটা খানিকটা ভিন্ন। সদ্য নির্মিত নতুন রাস্তাগুলিই বারবার খোঁড়া হচ্ছে নানান পরিষেবা সংস্থার কাজের জন্য। কোথাও বসছে পানীয় জলের পাইপ, কোথাও গ্যাস লাইন, আবার কোথাও বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে রাস্তায় চলছে লাগাতার খোঁড়াখুঁড়ি। এই অবস্থার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। গাড়ি তো দূরের কথা, ভালোভাবে হাঁটাচলাও যেন অসম্ভব হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় অর্ধেক রাস্তা খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে দিনের পর দিন। কোথাও আবার কাজ শেষ হওয়ার পর অস্থায়ীভাবে মাটি দিয়ে বা কাঁচা মাল দিয়ে রাস্তা মেরামতি করে ছেড়ে দেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যেই সেই মেরামতি জায়গাগুলি ভেঙে আরও বিপজ্জনক হয়ে উঠছে।স্থানীয় বাসিন্দা মধুমিতা সেনের কথায়, “এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। গর্তে ভরা রাস্তায় হাঁটা যায় না, গাড়ি চলা তো আরও ভয়ংকর।
আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন
রাতে আলো না থাকলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।” শুধু মধুমিতা সেন নন, শহরের বহু মানুষই ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নাগরিক অভিযোগ কেন্দ্রে প্রতিনিয়ত জমা পড়ছে এই বিষয়ে অভিযোগ। পুরসভার চেয়ারপারসন অবশ্য এই সমস্ত অভিযোগ মানতে নারাজ নন। তাঁর কথায়, “উন্নয়নের স্বার্থে কিছু সাময়িক অসুবিধা তো হতেই পারে। তবে কাজ শেষ হলেই দ্রুত রাস্তাগুলি মেরামত করা হবে।’’ যদিও শহরবাসীদের বক্তব্য, পরিকল্পনার অভাবেই এক রাস্তা বারবার ভাঙা হচ্ছে। যদি সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজ করা যেত, তাহলে একই রাস্তা এতবার খুঁড়তে হত না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 10:47 PM IST
