জেলেদের চিৎকারের পরেই...! বাড়ি ছেড়ে প্রাণে বাঁচলেও মুহূর্তের মধ্যে সব শেষ! মালদহের ঘটনায় বাড়ছে আতঙ্ক

Last Updated:

মার্কেটের সামনে থাকা প্রায় ৫টি বাড়ি ও তিন-তিনটি ট্রাক্টর গাড়ি সহ বেশ কয়েকটি নামিদামি চার চাকা গাড়ি নদীগর্ভে তলিয়ে যায়

+
মালদহের

মালদহের মানিকচকের শংকরটোলা গ্রামে ভয়াবহ ভাঙন

মালদহ, জিএম মোমিনঃ ভোরবেলা আচমকা চিৎকার করে ওঠেন নদীতে মাছ ধরতে আসা জেলেরা। চিৎকার শুনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এরপরেই শুনতে পান ভাঙনের শব্দ। নদী তীরবর্তী এলাকায় দ্বিতল একটি মার্কেটের সামনে থাকা প্রায় ৫টি বাড়ি ও ৩টি ট্রাক্টর গাড়ি সহ বেশ কয়েকটি নামিদামি চার চাকা গাড়ি তলিয়ে যায় ফুলার নদীর গর্ভে।
জলস্তর বেড়ে শুধু প্লাবন নয় ভাঙন‌ও জারি রয়েছে মালদহের মানিকচকে। ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে মালদহের মানিকচক ব্লকের শংকরটোলা গ্রামের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। তাঁদের দাবি, দ্রুত ভাঙন রোধ না করলে তলিয়ে যেতে পারে গোটা গ্রাম।
আরও পড়ুনঃ সাইবার প্রতারণার শিকার? সহজেই ফিরে পেতে পারেন হারানো টাকা! কী করতে হবে জানুন
গ্রামবাসীরা জানান, ‘এমনিতেই জলস্তর বেড়ে প্লাবনের আশঙ্কা ছিল। এবার নদীগর্ভে বাড়ি তলিয়ে গিয়েছে। কীভাবে থাকব বুঝে উঠতে পারছি না’। এদিকে ভাঙনের খবর পেয়ে এলাকায় ছুটে যান মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডল। তিনি জানান, ভাঙনে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। ইতিমধ্যে তাঁদের ত্রাণ শিবিরে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সবসময় তাঁদের পাশে রয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে ভাঙন আতঙ্কে নদী তীরবর্তী এলাকায় বেঁচে থাকা বাড়ির ইট খুলে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন গ্রামবাসীরা। এখন ভিটেমাটি হারিয়ে অসহায় অবস্থায় উঁচু স্থানে ত্রিপল খাটিয়ে ত্রাণ সামগ্রীর অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তবে ত্রাণ শিবিরে আশ্রয় মিললেও পুনর্বাসন, স্থায়ী সমাধানের কী হবে? রয়েছে সেই প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জেলেদের চিৎকারের পরেই...! বাড়ি ছেড়ে প্রাণে বাঁচলেও মুহূর্তের মধ্যে সব শেষ! মালদহের ঘটনায় বাড়ছে আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement