Jaldapara National Park: কাদা থেকে উদ্ধার করেও শেষরক্ষা হল না, সব চেষ্টা ব্যর্থ! বাঁচল না জলদাপাড়ার গণ্ডার শাবক
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Jaldapara National Park: বনকর্মীরা টহল দেওয়ার সময় বিষয়টি লক্ষ্য করেন। এরপর সেটিকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েন বনকর্মীরা। তবে অনেক চেষ্টার পরও সেটিকে বাঁচানো গেল না বলে জানালেন জলদাপাড়া বন বিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান।
আলিপুরদুয়ার: জলদাপাড়াতে উদ্ধার হওয়া একশৃঙ্গ গণ্ডারের শাবকটি মারা গেল। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে জলদাপাড়া বন বিভাগের তরফে। সম্প্রতি ওই গণ্ডার শাবকটি উদ্ধার করেছিলেন জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। শাবকটির চিকিৎসা চলছিল প্রকৃতিবিক্ষণ কেন্দ্রে।
জলদাপাড়া এলাকার এই বনভূমি প্রধানত লম্বা ঘাসবিশিষ্ট সাভানা অঞ্চল। জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ একশৃঙ্গ গণ্ডার। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর ভারতে এই জলদাপাড়া অভয়ারণ্যেই সর্বাধিক সংখ্যক গণ্ডারের দেখা মেলে। সম্প্রতি জলদাপাড়ায় কাদার মধ্যে ফেঁসে থাকা এক গণ্ডার শাবক উদ্ধার করেন বনকর্মীরা।
advertisement
শাবকটির মাকে পাওয়া যাচ্ছিল না। বনকর্মীরা টহল দেওয়ার সময় বিষয়টি লক্ষ্য করেন। এরপর সেটিকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েন বনকর্মীরা। তবে অনেক চেষ্টার পরও সেটিকে বাঁচানো গেল না বলে জানালেন জলদাপাড়া বন বিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2024 7:03 PM IST