নাবালিকা অপহরণে থমথমে রাজগঞ্জ, প্রতি মুহূর্তেই বাড়ছে উৎকণ্ঠা

Last Updated:

নাবালিকাকে অপহরণের অভিযোগ প্রতিবেশী এক বিবাহিত পুরুষের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনাটি রায়গঞ্জ থানার পানিশালা গ্রামে।

#রায়গঞ্জ: নাবালিকাকে অপহরণের অভিযোগ প্রতিবেশী এক বিবাহিত পুরুষের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনাটি রায়গঞ্জ থানার পানিশালা গ্রামে। নাবালিকার বয়স ১৫ বছর ।
পরিবারের অভিযোগ,গতকাল শীতগ্রাম হাইস্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী ব্যাঙ্কের কাজে পানিশালা গিয়েছিল। সেখান থেকে মহিগ্রামের এলাকারই এক বাসিন্দা মোটরবাইকে তুলে নিয়ে যায় । এলাকার মানুষ তাদের দুইজনকে এক সঙ্গে দেখে। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি । অভিযুক্ত দুই সন্তানের বাবা।
এলাকারই এক বাসিন্দাকে অপহরণ করার পেছনে অন্য কারণ দেখছেন স্থানীয়রা ৷ অপহরণ করার পেছনে একাধিক কারণ আশঙ্কা করা হচ্ছে। নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার পেছনে একাধিক কারণ দেখতে পাচ্ছে পরিবার ৷ কেউ কেউ অনুমান করছেন হয়ত বিক্রি করার উদ্দেশেও নাবালিকা ছাত্রীকে অপহরণ করা হয়েছিল । সেই আশঙ্কায় কিশোরীকে উদ্ধারের জন্য পরিবারের লোকজনেরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ তদন্তে নেমেছে ৷ এলাকার ছোট্ট মেয়ের গ্রেফতারে প্রতি মুহূর্তেই বাড়ছে  উৎকণ্ঠা ৷
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নাবালিকা অপহরণে থমথমে রাজগঞ্জ, প্রতি মুহূর্তেই বাড়ছে উৎকণ্ঠা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement