নাবালিকা অপহরণে থমথমে রাজগঞ্জ, প্রতি মুহূর্তেই বাড়ছে উৎকণ্ঠা

Last Updated:

নাবালিকাকে অপহরণের অভিযোগ প্রতিবেশী এক বিবাহিত পুরুষের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনাটি রায়গঞ্জ থানার পানিশালা গ্রামে।

#রায়গঞ্জ: নাবালিকাকে অপহরণের অভিযোগ প্রতিবেশী এক বিবাহিত পুরুষের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনাটি রায়গঞ্জ থানার পানিশালা গ্রামে। নাবালিকার বয়স ১৫ বছর ।
পরিবারের অভিযোগ,গতকাল শীতগ্রাম হাইস্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী ব্যাঙ্কের কাজে পানিশালা গিয়েছিল। সেখান থেকে মহিগ্রামের এলাকারই এক বাসিন্দা মোটরবাইকে তুলে নিয়ে যায় । এলাকার মানুষ তাদের দুইজনকে এক সঙ্গে দেখে। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি । অভিযুক্ত দুই সন্তানের বাবা।
এলাকারই এক বাসিন্দাকে অপহরণ করার পেছনে অন্য কারণ দেখছেন স্থানীয়রা ৷ অপহরণ করার পেছনে একাধিক কারণ আশঙ্কা করা হচ্ছে। নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার পেছনে একাধিক কারণ দেখতে পাচ্ছে পরিবার ৷ কেউ কেউ অনুমান করছেন হয়ত বিক্রি করার উদ্দেশেও নাবালিকা ছাত্রীকে অপহরণ করা হয়েছিল । সেই আশঙ্কায় কিশোরীকে উদ্ধারের জন্য পরিবারের লোকজনেরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ তদন্তে নেমেছে ৷ এলাকার ছোট্ট মেয়ের গ্রেফতারে প্রতি মুহূর্তেই বাড়ছে  উৎকণ্ঠা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নাবালিকা অপহরণে থমথমে রাজগঞ্জ, প্রতি মুহূর্তেই বাড়ছে উৎকণ্ঠা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement