শুধু সন্দেহের বশে...বাঙালি যুবককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল রাজস্থান! কীভাবে উদ্ধার? শুনলে গায়ে কাঁটা দেবে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয় আমির শেখ। তার পরিবারের অভিযোগ আমিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়।
মালদহ, জিএম মোমিন: অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুশব্যাক হওয়া মালদহের কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আমির শেখ। রাজস্থানের কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয় আমির শেখ। তার পরিবারের অভিযোগ আমিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে। অবশেষে দুই দেশের মধ্যস্থতায় যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয়। স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে ফেরে। বাড়ি ফিরে পরিযায়ী শ্রমিক আমির শেখ জানান, গত তিন মাস আগে ভিন রাজ্য রাজস্থানে কাজে যায় সে। সেখানে কাজ করতে যাওয়ার সময় বাংলায় কথা বলায় রাজস্থান পুলিশ তাকে আটকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে। এরপর তাকে কলকাতায় নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ বাংলাদেশ সীমান্তের কাঁটাতার গেট খুলে তাকে সোজা যেতে বলে। ডান কিংবা বাম দিক ঘুরলে গুলি করার হুমকিও দেওয়া হয় তাকে। তাই ভয়ে সে সোজা বাংলাদেশের দিকে চলে যায়। এরপর সেখানে রাস্তাঘাটে ঘোরা ফেরার সময় কেউ তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এরপরই বাংলাদেশের পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ফুঁসছে দুই নদী, ‘এই’ পথে যাতায়াত করতে কালঘাম ছুটছে স্থানীয়দের! সেতু না থাকায় চরম দুর্ভোগ
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সীমান্ত হয়ে দেশে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কলকাতায় রাজ্যের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের দফতরে যান আমির শেখ। এরপরই বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে তাঁরা সড়ক পথে মালদহের কালিয়াচকের জালালপুরে নিজের বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পরই ভিড় জমে গ্রামবাসীদের। বাড়িতে দেখা করতে আসেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।
advertisement
শেখ আমিরের ঠাকুরমা মোমেনা বিবি বলেন, “ছেলে বাড়ি ফিরেছে খুব ভাল লাগছে। তবে এটাই দুঃখ যে ছেলেটিকে মারধর করেছে। সারা শরীরের ব্যথায় থাকতে পারছে না ছেলে।”
advertisement
বাংলাদেশ থেকে বাড়ি ফেরা যেন স্বপ্ন হয়ে উঠেছিল শেখ আমিরের কাছে। তবে কি আবারও ভিন রাজ্যে কাজে যাবেন আমির শেখ। পূর্ব অভিজ্ঞতা কি কাটবে তার। মাথায় এখনও এই ঘটনার চিত্র ঘুরপাক খাচ্ছে তার কাছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 3:55 PM IST