Jalpaiguri cash recovery: চাকার ভিতরে লুকানো প্রায় ১ কোটি! জলপাইগুড়িতে গাড়ি থামাতেই পুলিশের চোখ কপালে
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসে পৌছায় যে ধূপগুড়ি দিক থেকে এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে একটি ছোট গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছে কয়েকজন ব্যক্তি।
#রকি চৌধুরী, বানারহাট: গা়ড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়৷ কিন্তু তাই বলে গাড়ির চাকার ভিতরে লুকিয়ে টাকা পাচার? রবিবার জলপাইগুড়ির বানারহাটে একটি গাড়ি থামানোর পর টাকা পাচারের এই কৌশল দেখে অবাক পুলিশ কর্তারাও৷ গভীর রাত পর্যন্ত টাকা গোনার প্রক্রিয়া চলে৷ আজ সকালে পুলিশ জানায়. উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা৷ এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের আজই আদালতে তোলা হবে৷
পুলিশ সূত্রে খবর, বিহারের নম্বর প্লেটের ওই গাড়িটি বিহারের পূর্ণিয়া থেকে অসমে যাচ্ছিল৷ গাড়িতে টাকা পাচারের খবর ছিল পুলিশের থেকে৷ রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথিতে এশিয়ান হাইওয়ের উপরেই তল্লাশি শুরু করে পুলিশ৷ সেই সময় ওই গাড়িটিকে আটকানো হয়৷
advertisement
advertisement
গাড়ির পাঁচ যাত্রীকে জেরা করতেই তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে৷ শেষ পর্যন্ত তাদের কথার সূত্র ধরেই গাড়িতে থাকা অতিরিক্ত টায়ার অথবা স্টেপনির ভিতর থেকে উদ্ধার হয় টাকার বান্ডিল৷ সবমিলিয়ে ৯৪টি বান্ডিল উদ্ধার করা হয়৷
পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসে পৌছায় যে ধূপগুড়ি দিক থেকে এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে একটি ছোট গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছে কয়েকজন ব্যক্তি।
advertisement
খবর পাওয়া মাত্র বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ তেলিপাড়ায় নাকা চেকিং শুরু করে। তল্লাশি চালাতে গিয়ে একটি কালো রঙের ছোট গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে ৫ জন ব্যক্তি ছিল। পুলিশ ওই ব্যক্তিদের টাকা নিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তারা অস্বীকার করেন। তবে পুলিশের চোখ এড়িয়ে যেতে সফল হয়নি তারা। গাড়িতে থাকা অতিরিক্ত একটি টায়ারের দিকে চোখ যেতেই সন্দেহ হয় পুলিশের। গাড়িটি আটক করে বানারহাট থানায় নিয়ে এসে টায়ার খুলতেই সেখান থেকেই ৯৪ টি মোটা টাকার বান্ডিল উদ্ধার হয়। কোথায়, কী উদ্দেশ্যে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷
advertisement
গাড়িটি বানারহাট হয়ে আলিপুরদুয়ারের বীরপাড়ার দিকে যাচ্ছিল৷ পুলিশের ধারণা,গাড়িটির গন্তব্য ছিল অসম৷
জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, 'একটি গাড়ি আটক করা হয়েছে। গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে। ব্যাঙ্ক কর্মীদের ডাকা হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখার পরই এ বিষয়ে বলা সম্ভব হবে।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 9:30 AM IST