Special Story: আপনার পকেটের ৫০০ টাকার নোটটা জাল নয় তো, কলকাতা পুলিশের চাঞ্চল্যকর রিপোর্ট
- Published by:Debalina Datta
- Written by:Arpita Hazra
Last Updated:
দু হাজারের নোটের তুলনায় পাঁচশো নোট জাল বেশি হচ্ছে, দাবি গোয়েন্দাদের
# কলকাতা : বড় অঙ্কের লেনদেনে পাঁচশো নোটই ভরসা। আর জাল নোট কারবারীদের টার্গেটও এই পাঁচশো নোট। জেলা থেকে কলকাতা সর্বত্র আকচার উদ্ধার হচ্ছে জাল নোট। আর সাম্প্রতিক কালে গোয়েন্দাদের হাতে এসেছে চঞ্চল্যকর তথ্য । গোয়েন্দাদের দাবি, জাল নোটের বেশির ভাগ পাঁচশো টাকার নোট। দু- হাজারের জাল নোটের সংখ্যা খুব কম।
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের দাব, সাম্প্রতিককালে ২০২১ ও ২০২২ সালে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে জাল নোটের মধ্যে ২০০০ নোটের তুলনায় ৫০০ টাকার নোট প্রায় ৫ গুন বেশি জাল হচ্ছে।জেলা ও রাজ্য পুলিশের গোয়েন্দাদের তথ্য অনুসারে, ২০২১ সালে মোট জাল নোট উদ্ধার হয়েছে প্রায় ৯৬ লক্ষ টাকা।এর মধ্যে ২০২১ সালে ২০০০ জাল নোট উদ্ধার হয়েছে ২৩০০ টি ।আর ২০২১ সালে ৫০০ জাল নোট উদ্ধার হয়েছে ১০৭০০ টি। অপরদিকে, ২০২২ সালে অর্থাৎ চলতি বছরে এখনো পর্যন্ত মোট জাল নোট উদ্ধার হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। ২০২২ সালে ২০০০ জাল নোট উদ্ধার হয়েছে প্রায় ৭৬২ টি। ২০২২ সালে ৫০০ জাল নোট উদ্ধার হয়েছে প্রায় ৩৭০০ টি ।
advertisement
আরও পড়ুন - Quarter Final Line Up: দুই জায়ান্টের মুখোমুখি টক্কর! ফ্রান্স বনাম ইংল্যান্ড ম্যাচের সব খুঁটিনাটি
advertisement
কেন ৫০০ নোটবেশি জাল হচ্ছে?এসটিএফের গোয়েন্দাদের দাবি, ২০০০ নোট সিকিউরিটি ফিচার বেশি ফলে জাল বানাতে খরচ বেশি। কিন্তু ৫০০ নোট জাল বানাতে খরচ অনেক কম।সাম্প্রতিককালে এটিএম থেকে ৫০০ নোট সহজেই মিলছে । ২০০০ নোট এটিএমে থেকে কার্যত অমিল। ফলে বাজারে ২০০০ থেকে ৫০০-র নোটের বেশি চাহিদা ।
advertisement
গোয়েন্দাদের দাবি, জাল নোট কখনও পাকিস্তান - বাংলাদেশ থেকে মালদার (কালিয়াচক, বৈষ্ণব নগর, মহতী পুর) হয়ে এরাজ্য বিভিন্ন জায়গায় ঢুকছে।আবার জাল নোট পাকিস্তান -বাংলাদেশ থেকে এসে মুর্শিদাবাদের ( সুতি , রঘুনাথগঞ্জ, সামসেরগঞ্জ ) হয়ে এরাজ্য বিভিন্ন জায়গায় ঢুকছে। আবার কখনো নেপাল হয়ে ঢুকছে। সব মিলিয়ে বলা যায় এটিএম থেকে পাঁচশো নোট সর্বত্রই মিলছে। কিন্তু দু হাজার টাকার নোট বাজারে অমিল। আর সেকারণে বাজারে চাহিদা অনুসারে পাঁচশো নোট জাল হচ্ছে অনেক বেশি দাবি রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দাদের।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 8:25 AM IST