Quarter Final Line Up: দুই জায়ান্টের মুখোমুখি টক্কর! ফ্রান্স বনাম ইংল্যান্ড ম্যাচের সব খুঁটিনাটি

Last Updated:
কোয়ার্টার ফাইনালের ঝাঁঝালো লড়াই দেখার অপেক্ষায় ফুটছে গোটা ফুটবল দুনিয়া...
1/7
#দোহা: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল লাইন আপের পর সামনে এল আরও এক মেগা কোয়ার্টার ফাইনালের লাইন আপ৷ মেগা ম্যাচে দুই ইউরোপিয়ান জায়ান্টের টক্কর৷ ফ্রান্স খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ Photo Courtesy- Twitter 
#দোহা: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল লাইন আপের পর সামনে এল আরও এক মেগা কোয়ার্টার ফাইনালের লাইন আপ৷ মেগা ম্যাচে দুই ইউরোপিয়ান জায়ান্টের টক্কর৷ ফ্রান্স খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ Photo Courtesy- Twitter 
advertisement
2/7
মেগা এই ম্যাচ হবে ১১ ডিসেম্বর৷ রবিবার গভীর রাত অর্থাৎ সাড়ে বারোটার সময়৷
মেগা এই ম্যাচ হবে ১১ ডিসেম্বর৷ রবিবার গভীর রাত অর্থাৎ সাড়ে বারোটার সময়৷
advertisement
3/7
দীর্ঘদিনের লড়াইয়ের দুই পক্ষ ফ্রান্স ও ইংল্যান্ড ১৯২৩ থেকে এখনও অবধি ৩১ বার মুখোমুখি হয়েছে৷ তার মধ্যে ইংল্যান্ড জিতেছে ১৭বার আর ফ্রান্স ৯ বার৷
দীর্ঘদিনের লড়াইয়ের দুই পক্ষ ফ্রান্স ও ইংল্যান্ড ১৯২৩ থেকে এখনও অবধি ৩১ বার মুখোমুখি হয়েছে৷ তার মধ্যে ইংল্যান্ড জিতেছে ১৭বার আর ফ্রান্স ৯ বার৷
advertisement
4/7
রবিবার গভীর রাতের খেলায় ইংল্যান্ড হারাল সেনেগালকে৷ খেলার ফল ৩-০৷  এদিন ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন হেন্ডারসন, তিনি ম্যাচের ৩৮ মিনিটে গোল করে থ্রি লায়ন্সকে এগিয়ে দেন৷ প্রথমার্ধের শেষে আরও একটি গোল হয়৷ এবারের গোলদাতা হ্যারি কেন৷ এবারের বিশ্বকাপে এটি তাঁর প্রথম গোল৷
রবিবার গভীর রাতের খেলায় ইংল্যান্ড হারাল সেনেগালকে৷ খেলার ফল ৩-০৷  এদিন ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন হেন্ডারসন, তিনি ম্যাচের ৩৮ মিনিটে গোল করে থ্রি লায়ন্সকে এগিয়ে দেন৷ প্রথমার্ধের শেষে আরও একটি গোল হয়৷ এবারের গোলদাতা হ্যারি কেন৷ এবারের বিশ্বকাপে এটি তাঁর প্রথম গোল৷
advertisement
5/7
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ইংল্যান্ড৷ ৫৭ মিনিটে গোল করেন সাকা৷ শেষ ষোলর লড়াইতে আল বায়াৎ স্টেডিয়ামে গ্যারেথ সাউথগেটের ছেলেরা এদিন নিজেদের মাস্টারক্লাস দিয়ে সেনেগালকে জাস্ট উড়িয়ে দিল৷
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ইংল্যান্ড৷ ৫৭ মিনিটে গোল করেন সাকা৷ শেষ ষোলর লড়াইতে আল বায়াৎ স্টেডিয়ামে গ্যারেথ সাউথগেটের ছেলেরা এদিন নিজেদের মাস্টারক্লাস দিয়ে সেনেগালকে জাস্ট উড়িয়ে দিল৷
advertisement
6/7
এদিকে রবিবার সন্ধ্যার খেলায় ফ্রান্স বনাম পোল্যান্ড খেলায় ৩-১ গোলে শেষ হয়৷ এদিন দুরন্ত ছিল ফ্রান্সের পারফরম্যান্স৷ প্রথমার্ধ শেষ হওয়ার মুখোমুখি সময় অর্থাৎ ম্যাচের ৪৪ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন জিরু৷
এদিকে রবিবার সন্ধ্যার খেলায় ফ্রান্স বনাম পোল্যান্ড খেলায় ৩-১ গোলে শেষ হয়৷ এদিন দুরন্ত ছিল ফ্রান্সের পারফরম্যান্স৷ প্রথমার্ধ শেষ হওয়ার মুখোমুখি সময় অর্থাৎ ম্যাচের ৪৪ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন জিরু৷
advertisement
7/7
এদিকে দ্বিতীয়ার্ধেও ঝাঁঝালো ছিল ফ্রান্সের আক্রমণ৷ ৭৪ মিনিট ও ৯১ মিনিটে জোড়া গোল এমবাপের৷ একদম শেষ মুহূর্তে একটি পেনাল্টি থেকে গোল করে যান পোল্যান্ডের লেওয়ানডস্কি৷
এদিকে দ্বিতীয়ার্ধেও ঝাঁঝালো ছিল ফ্রান্সের আক্রমণ৷ ৭৪ মিনিট ও ৯১ মিনিটে জোড়া গোল এমবাপের৷ একদম শেষ মুহূর্তে একটি পেনাল্টি থেকে গোল করে যান পোল্যান্ডের লেওয়ানডস্কি৷
advertisement
advertisement
advertisement