Malda school hostage: শুধু শক্তি নয়, বুদ্ধির জোরে ৭১ জন পড়ুয়াকে বাঁচালেন পুলিশ অফিসার আজহার! প্রশংসায় মমতাও

Last Updated:

এ দিন মালদহের মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ঢুকে পড়ে দেব বল্লভ নামে ওই ব্যক্তি৷ এর পরেই একতলার একটি ক্লাসে গিয়ে পড়ুয়াদের পণবন্দি করে ফেলে অভিযুক্ত৷

অভিযুক্তকে বের করে আনছেন ডিএসপি আজহারউদ্দিন খান (আকাশি টি শার্টে)৷ পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী৷
অভিযুক্তকে বের করে আনছেন ডিএসপি আজহারউদ্দিন খান (আকাশি টি শার্টে)৷ পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী৷
মালদহ: হাতে বন্দুক, অ্যাসিডের বোতল৷ টেবিলে রাখা ছুরি৷ ক্লাসে আটকে ৭১ জন পড়ুয়া৷ মালদহের স্কুলে এমন পরিস্থিতিতে কেউই তখন বন্দুকধারী দেব বল্লভের দিকে এগনোর সাহস পাচ্ছেন না৷ এই পরিস্থিতিতে হঠাৎই পড়ুয়াদের পণবন্দি করে রাখা ওই ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়লেন মালদহ জেলা পুলিশের ডিএসপি (ডিএনটি) আজহারুদ্দিন খান৷
মালদহের ঘটনায় যেভাবে পুলিশ বন্দুকধারী ব্যক্তিকে বাগে এনে পড়ুয়াদের নিরাপদে বের করে এনেছে, তাঁর প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
advertisement
এ দিন মালদহের মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ঢুকে পড়ে দেব বল্লভ নামে ওই ব্যক্তি৷ এর পরেই একতলার একটি ক্লাসে গিয়ে পড়ুয়াদের পণবন্দি করে ফেলে অভিযুক্ত৷ পারিবারিক অশান্তির কথা উল্লেখ করে সে দাবি করতে থাকে, বন্দুকের পাশাপাশি তার কাছে আত্মঘাতী বোমাও রয়েছে৷
advertisement
ঘটনার খবর পেয়েই স্কুল ঘিরে ফেলে পুলিশ৷ কিন্তু পুলিশকে কাছে ঘেঁষতে দেখলেই আরও উত্তেজিত হয়ে পড়ছিল দেব বল্লভ৷ স্কুলের এক শিক্ষিকাকেও সে আগেই হুমকি দেয়, পুলিশ ডাকলে বোমায় উড়িয়ে দেবে ক্লাস৷ ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পার্ক সার্কাসের বাসিন্দা ডিএসপি পদমর্যাদার অফিসার আজহারুদ্দিন খানও৷
ততক্ষণে স্কুলে বন্দুকবাজের ঢুকে পড়ার খবর আশপাশে ছড়িয়ে পড়েছে৷ স্কুলের চৌহদ্দিতে ঢুকে পড়েন গ্রামবাসী এবং অভিভাবকরা৷ সন্তানদের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা৷ সেই ভিড় সামাল দিতে দিতেই ঠান্ডা মাথায় বন্দুকবাজকে কাবু করার ছক কষে ফেলেন আজহারউদ্দিন৷
advertisement
যেহেতু ওই বন্দুকধারী পুলিশকে দেখলেই উত্তেজিত হয়ে পড়ছিল, তাই পুলিশের পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে নেন তিনি৷ এর পর সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে মিশে গিয়ে ওই ক্লাসঘরের দরজার সামনে পৌঁছে যান৷ ওই বন্দুকধারীর কথা, হুমকিতে ততক্ষণে ক্লাসের বেশ কয়েকজন পড়ুয়া আতঙ্কে অসুস্থ বোধ করতে শুরু করেছে৷ কেউ বমি করছে, কারও আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে৷
advertisement
প্রথম থেকেই সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ওই বন্দুকধারী ব্যক্তি৷ তা করতে গিয়ে তিনি একটু অন্যমনস্ক হতেই তার উপরে ঝাঁপিয়ে পড়েন আজহারউদ্দিন৷ অভিযুক্তের যে হাতে বন্দুক ছিল, সেটা চেপে ধরে উপর দিকে তুলে ধরেন ওই অফিসার৷ জাপ্টে ধরে অভিযুক্তকে মাটিতে ফেলে দেন তিনি৷ সঙ্গে সঙ্গেই ক্লাসে ঢুকে পড়ে অভিযুক্তকে কাবু করে ফেলেন বাকি পুলিশকর্মীরা৷ অভিযুক্তের থেকে উদ্ধার করা হয় বন্দুক, এক জোড়া ছুরি, পেট্রোল বোমা, অ্যাসিডের বোতল৷
advertisement
যদিও গোটা ঘটনার পর নির্লিপ্তই ছিলেন ঘটনায় নায়ক পুলিশ অফিসার আজহারউদ্দিন৷ তবে দৃশ্যতই স্বস্তি ফিরেছিল তাঁর চোখেমুখে৷ আজহার বলেন, 'আমরা পুলিশ অফিসার৷ এতগুলো বাচ্চার জীবন জড়িয়ে ছিল৷ উপরওয়ালার আশীর্বাদ ছিল, অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি৷ এটাই অনেক৷'
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda school hostage: শুধু শক্তি নয়, বুদ্ধির জোরে ৭১ জন পড়ুয়াকে বাঁচালেন পুলিশ অফিসার আজহার! প্রশংসায় মমতাও
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement