Mamata Banerjee on Kaliaganj: কালিয়াগঞ্জে থানায় হামলা পরিকল্পিত, সরাসরি বিজেপি-কে দায়ী করে বিস্ফোরক মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন কমিশনের প্রতিনিধিরা এসে রাজ্য সরকারের অফিসার হুমকি দিচ্ছেন, তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের জেরে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী দাবি করেন, কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদের নামে চক্রান্ত করে এই হামলা চালানো হয়েছে৷ থানায় হামলা এবং আগুন লাগানোর জন্য বিহার থেকেও লোক আনা হয়েছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷
একই সঙ্গে রাজনৈতিক রং না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা ও প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা৷
যদিও কালিয়াগঞ্জের ঘটনায় যে ভাবে পুলিশ নিহত কিশোরীর দেহ অমানবিক ভাবে নিয়ে এসেছে, তা ভুল হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে প্রতিটি থানাকে দশটি করে মৃতদেহ বহন করার ব্যাগ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা্ বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, 'কালিয়াগঞ্জের ঘটনা তদন্ত হবে৷ প্রাথমিক ভাবে আমরা অনেক ধরনের তথ্য পেয়েছি৷ আত্মহত্যার ঘটনা এখনই বলা যাবে না৷ চিকিৎসকরা বলছেন বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে৷ পুরো বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখছে৷ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হয়েছে৷ ওই পরিবারটির পাশে আমরা আছি৷ '
advertisement
নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ৷ ময়নাতদন্তের রিপোর্টে নাবালিকার মৃত্যু বিষয়ক্রিয়ায় হয়েছে বলে পুলিশ জানানোর পরই গতকাল বিকেলে কালিয়াগঞ্জ থানায় হামলা চালায় উন্মত্ত জনতা৷ আগুন ধরিয়ে দেওয়া হয় থানা চত্বরে৷ আতঙ্কিত হয়ে পড়েন পুলিশকর্মীদের পরিবারের সদস্যরাও৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! নিয়োগ হল 'আদালত বন্ধু', খতিয়ে দেখা হবে রিপোর্ট
advertisement
যদিও থানায় হামলার ঘটনাকে পুরোপুরি পরিকল্পিত বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, 'বিহার থেকে লোক নিয়ে এসে যে গুন্ডামি, জল্লাদগিরি করেছে, সরকারের সম্পত্তি পুড়িয়ে দিয়েছে৷ মহিলা পুলিশদের উপরেও আক্রমণ হয়েছে। এটা নিয়ে কঠোর ভাবে তদন্ত করতে হবে। আমি পুলিশকে বলব দলমত দেখার দরকার নেই। সরাসরি গ্রেফতার করুন। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন। যেটা সিবিআই, ইডি-র ক্ষমতা আছে, আমরাও এটা করতে পারি৷ আইন আইনের পথে চলবে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা কালিয়াগঞ্জ এর ঘটনা৷ এটা পুরোটাই পরিকল্পিত৷ বিজেপি দিল্লির সাহায্য নিেয় গোটা রাজ্যে গুন্ডাগিরি করছে৷'
advertisement
যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন কমিশনের প্রতিনিধিরা এসে রাজ্য সরকারের অফিসার হুমকি দিচ্ছেন, তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি শাসিত রাজ্যে কিছু ঘটলে কেউ যায় না৷ এখানে কিছু হলেই কমিশনের নামে টিম চলে আসে৷ আমাদের অফিসারদের হুমকি দিচ্ছে৷ বলছে সিএস-কে অ্যারেস্ট করবে! তোমরা কারা? আজ তুমি কমিশন এর সদস্য। কাল তুমি না থাকতেও পারো৷ আপনাদের তো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। একটু ভালো কাজ করুন। কবে তো বলবেন আমার মুন্ডুও কেটে নেবেন!'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
kolkata
First Published :
April 26, 2023 4:43 PM IST