Mamata Banerjee on Kaliaganj: কালিয়াগঞ্জে থানায় হামলা পরিকল্পিত, সরাসরি বিজেপি-কে দায়ী করে বিস্ফোরক মমতা

Last Updated:

যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন কমিশনের প্রতিনিধিরা এসে রাজ্য সরকারের অফিসার হুমকি দিচ্ছেন, তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী৷

কালিয়াগঞ্জের ঘটনায় সরব মমতা৷
কালিয়াগঞ্জের ঘটনায় সরব মমতা৷
কলকাতা: কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের জেরে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী দাবি করেন, কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদের নামে চক্রান্ত করে এই হামলা চালানো হয়েছে৷ থানায় হামলা এবং আগুন লাগানোর জন্য বিহার থেকেও লোক আনা হয়েছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷
একই সঙ্গে রাজনৈতিক রং না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা ও প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা৷
যদিও কালিয়াগঞ্জের ঘটনায় যে ভাবে পুলিশ নিহত কিশোরীর দেহ অমানবিক ভাবে নিয়ে এসেছে, তা ভুল হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে প্রতিটি থানাকে দশটি করে মৃতদেহ বহন করার ব্যাগ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা্ বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, 'কালিয়াগঞ্জের ঘটনা তদন্ত হবে৷ প্রাথমিক ভাবে আমরা অনেক ধরনের তথ্য পেয়েছি৷ আত্মহত্যার ঘটনা এখনই বলা যাবে না৷ চিকিৎসকরা বলছেন বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে৷ পুরো বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখছে৷ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হয়েছে৷ ওই পরিবারটির পাশে আমরা আছি৷ '
advertisement
নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ৷ ময়নাতদন্তের রিপোর্টে নাবালিকার মৃত্যু বিষয়ক্রিয়ায় হয়েছে বলে পুলিশ জানানোর পরই গতকাল বিকেলে কালিয়াগঞ্জ থানায় হামলা চালায় উন্মত্ত জনতা৷ আগুন ধরিয়ে দেওয়া হয় থানা চত্বরে৷ আতঙ্কিত হয়ে পড়েন পুলিশকর্মীদের পরিবারের সদস্যরাও৷
advertisement
যদিও থানায় হামলার ঘটনাকে পুরোপুরি পরিকল্পিত বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, 'বিহার থেকে লোক নিয়ে এসে যে গুন্ডামি, জল্লাদগিরি করেছে, সরকারের সম্পত্তি পুড়িয়ে দিয়েছে৷ মহিলা পুলিশদের উপরেও আক্রমণ হয়েছে। এটা নিয়ে কঠোর ভাবে তদন্ত করতে হবে। আমি পুলিশকে বলব দলমত দেখার দরকার নেই। সরাসরি গ্রেফতার করুন। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন। যেটা সিবিআই, ইডি-র ক্ষমতা আছে, আমরাও এটা করতে পারি৷ আইন আইনের পথে চলবে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা কালিয়াগঞ্জ এর ঘটনা৷ এটা পুরোটাই পরিকল্পিত৷ বিজেপি দিল্লির সাহায্য নিেয় গোটা রাজ্যে গুন্ডাগিরি করছে৷'
advertisement
যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন কমিশনের প্রতিনিধিরা এসে রাজ্য সরকারের অফিসার হুমকি দিচ্ছেন, তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি শাসিত রাজ্যে কিছু ঘটলে কেউ যায় না৷ এখানে কিছু হলেই কমিশনের নামে টিম চলে আসে৷ আমাদের অফিসারদের হুমকি দিচ্ছে৷ বলছে সিএস-কে অ্যারেস্ট করবে! তোমরা কারা? আজ তুমি কমিশন এর সদস্য। কাল তুমি না থাকতেও পারো৷ আপনাদের তো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। একটু ভালো কাজ করুন। কবে তো বলবেন আমার মুন্ডুও কেটে নেবেন!'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Kaliaganj: কালিয়াগঞ্জে থানায় হামলা পরিকল্পিত, সরাসরি বিজেপি-কে দায়ী করে বিস্ফোরক মমতা
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement