মালদহে চলন্ত টোটো বিস্ফোরণের তদন্তে নেমে ধন্ধে পুলিশই !

Last Updated:

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা প্রচন্ড বেশি হওয়ায় চালকের মাথার অংশ ঘটনাস্থল থেকে ১০ মিটার দূরে এক বাড়ির টালির উপরে গিয়ে পড়ে।

#মালদহ: বুধবার বিকেলে চলন্ত টোটো বিস্ফোরণ কান্ডে বিস্ফোরণের তীব্রতাই এখন ভাবাচ্ছে মালদহের পুলিশকে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান টোটোর ব্যাটারি থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণে টোটো কার্যত ধ্বংসস্তুপে পরিণত হওয়া এবং টোটো চালকের দেহ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে যাওয়ার দৃশ্য দেখে আঁতকে উঠছেন খোদ পুলিশের তদন্তকারী কর্তারাই। তাই বিস্ফোরণের কারণ নিয়ে নিশ্চিত হতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছে পুলিশ।
বুধবার বিকেলে চলন্ত টোটো বিস্ফোরণ কান্ডে বিস্ফোরণের তীব্রতাই এখন ভাবাচ্ছে মালদহের পুলিশকে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, টোটোর ব্যাটারি থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণে টোটো কার্যত ধ্বংসস্তুপে পরিণত হওয়া এবং টোটো চালকের দেহ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে যাওয়ার দৃশ্য দেখে আঁতকে উঠছেন খোদ পুলিশের তদন্তকারী কর্তারাই। তাই বিস্ফোরণের কারণ নিয়ে নিশ্চিত হতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছে পুলিশ।
advertisement
পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবারই ঘটনার তদন্তে আসতে পারেন রাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল। এদিন বিকেলে মালদহের ইংরেজবাজার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর সংলগ্ন ঘোষ পাড়া এলাকায় প্লাইউড, সানমাইকা, তরল বোঝাই চলন্ত টোটোয় বিস্ফোরণের ঘটনা ঘটে।
advertisement
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা প্রচন্ড বেশি হওয়ায় চালকের মাথার অংশ ঘটনাস্থল থেকে ১০ মিটার দূরে এক বাড়ির টালির উপরে গিয়ে পড়ে। আর এক হাতের একাংশ ঘটনাস্থল থেকে পাঁচ মিটার দূরে এক বাড়ির জানলায় গিয়ে আটকে যায়। ধ্বংসস্তুপে পরিণত হওয়ায় টোটোতেই পড়ে থাকে ঝলসানো শরীরের বাকি অংশটুকু।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান চালকের আসনের নীচে থাকা ব্যাটারি বিষ্ফোরণ হয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে সাধারণ টোটোর ব্যাটারির বিস্ফোরণের তীব্রতা দেখে সন্দেহ দানা বেঁধেছে পুলিশের। তাই ব্যাটারির পাশাপাশি বিস্ফোরণের অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই চলন্ত টোটোয় বিস্ফোরণ কান্ডে বিষ্ফোরক থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের দাবি, বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে থাকা একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির জানলা-দরজার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কংক্রিটের টিন, টালিও ভেঙে গিয়েছে বহু বাড়ির। এমনকী, পাকা বাড়িও বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “প্রাথমিক ভাবে ব্যাটারি থেকে দুর্ঘটনা বলে মনে হলেও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞ দলের সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়া আমাদের তরফেও দুর্ঘটনাস্থল থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করা হয়েছে।”
advertisement
সেবক দেবশর্মা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে চলন্ত টোটো বিস্ফোরণের তদন্তে নেমে ধন্ধে পুলিশই !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement