TMC: ২ তৃণমূল কর্মীর মৃত্যুর পরে উত্তাল চোপড়া! বিক্ষোভ-অবরোধের জেরে মোতায়েন পুলিশ
- Published by:Suvam Mukherjee
Last Updated:
TMC: বিধায়কের আশ্বাসে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ তুলে নেন।
চোপড়া: চোপড়ায় গুলি কাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকায়। পরে স্থানীয় বিধায়কের আশ্বাসে অবরোধ বিক্ষোভ তোলেন গ্রামবাসীরা। উল্লেখ্য, বৃহস্পতিবার চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দীঘাবানা এলাকায় প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিতে মৃত্যু হয় ফয়জুল রহমান ও হাঁসু মহম্মদ নামে এই দুই তৃণমূল কর্মীর।
এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেই দীঘাবানা এলাকায়। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুর করে স্থানীয় গ্রামবাসীরা। রাতভর টানা অবরোধ বিক্ষোভে পর সকালে ঘটনাস্থলে পৌছায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিধায়ক হামিদুল রহমান।
advertisement
এদিন সকালে দীঘাবানা এলাকায় আসেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। দীঘাবানা এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন। বিধায়ক কে কাছে পেয়ে মৃতের পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। বিধায়ক মৃতের পরিজনদের আস্বস্ত করেন। বিধায়কের আশ্বাসে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ তুলে নেন।
advertisement
এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিও তোলেন বিধায়ক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত এলাকা থমথমে রয়েছে।
চঞ্চল মোদক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 5:03 PM IST