পুলিশের গাড়ির ধাক্কা! জখম দুই বাইক আরোহীর চিকিৎসার দায়িত্ব নিল পুলিশই
- Published by:Suman Majumder
- hyperlocal
Last Updated:
bike accident: আচমকা পুলিশের গাড়ি ধাক্কা মারে বাইক আরোহীকে।
#বামনহাট: দিনহাটা ২ নং ব্লকের কিসমত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের মুচির স্কুল সংলগ্ন এলাকায় ঘটেছিল ভয়াবহ পথ দুর্ঘটনা। আচমকায় পুলিশের গাড়ি ধাক্কা মারে তিন বাইক আরোহীকে।
গুরুতর জখম হন দুই বাইক আরোহী। তবে গোটা এই পথ দুর্ঘটনার পর মানবিকতার পরিচয় দিল পুলিশ। আহত ওই দুই বাইক আরোহীর চিকিৎসার দায়ভার গ্রহণ করলো পুলিশ।
জানা যায় দিনহাটা থেকে বামনহাটের দিকে আসছিলেন বাইক চালক নির্মল ব্যানার্জী। তখন তাঁর বাইকে ছিল স্ত্রী ও এক ছেলে সন্তান। পিছন থেকে হঠাৎ এই একটি পুলিশের এসে সজোরে বাইকের পেছনে ধাক্কা মারে।
advertisement
advertisement
আরও পড়ুন- Alipurduar News|| নদীতে রান্নার জল নিতে এসে আতঙ্কের চিৎকার! চিলাপাতা পিকনিক স্পট ঢাকল পুলিশে
বাইকের পেছনে গাড়ির জোরে ধাক্কা লাগার ফলে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনজনই। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন বাইক চালক নির্মল ব্যানার্জী ও তাঁর স্ত্রী দেবশ্রী ব্যানার্জী।
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সেই পুলিশ ভ্যানে করেই বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এবং তারপরে প্রাথমিক চিকিৎসার পর দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত নির্মল ব্যানার্জীর বয়স ৪৮ বছর এবং তাঁর স্ত্রী দেবশ্রী ব্যানার্জীর বয়স ৩২ বছর।
advertisement
আরও পড়ুন- Fake Teacher Arrested: নথি জাল করে শিক্ষক, আসছিল বেতনও! পুলিশি তদন্তেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল
ঘটনার ফলে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়ভার গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা যায়, "পুলিশের গাড়ির সাথে একটি বাইকের ধাক্কা লাগার ফলে দুই বাইক আরোহী আহত হয়েছেন। তবে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানোর পর তাদের নিয়ে যাওয়া হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। তাদের চিকিৎসা সম্পন্ন দায়ভার পুলিশ গ্রহণ করবে।"
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 10:54 PM IST