Alipurduar News|| নদীতে রান্নার জল নিতে এসে আতঙ্কের চিৎকার! চিলাপাতা পিকনিক স্পট ঢাকল পুলিশে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
পিকনিক করতে এসে নদীর জলে মৃতদেহ পড়ে থাকতে দেখে শুরু হয় চাঞ্চল্য।এক মহিলার চিৎকারে একত্রিত হয়ে যান পিকনিক করতে আসা অন্যান্য মানুষদের।
আলিপুরদুয়ার: পিকনিক করতে এসে নদীর জলে মৃতদেহ পড়ে থাকতে দেখে শুরু হয় চাঞ্চল্য। এক মহিলার চিৎকারে একত্রিত হয়ে যান পিকনিক করতে আসা অন্যান্য সকলে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল বৃস্পতিবার বিকেল নাগাদ চিলাপাতা মনেরমানুষ পিকনিক স্পট সংলগ্ন বানিয়া নদী থেকে।
এ দিন চিলাপাতা জঙ্গলের বানিয়া নদীতে পিকনিক করতে এসে মৃতদেহ দেখা যায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে সোনাপুর ফাঁড়ির পুলিশ এসে পৌঁছয়। বনকর্মীরা এলাকায় পৌঁছয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ নামখানায় বাস থেকে নামতেই লুটিয়ে পড়লেন, গঙ্গাসাগরে এসে ভিনরাজ্যের প্রৌঢ়ের মৃত্যু
পিকনিক করতে আসা এক যুবক জানান, "রান্নার জল নেওয়ার জন্য নদীতে গিয়েছিলেন। সেই সময় এক মহিলা নদীতে দেহ দেখতে পান। এরপর তাঁর চিৎকারেই সকলে একত্রিত হয়ে যান। পুলিশের কাছে খবর পৌঁছলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।"
advertisement
advertisement
পুলিশের অনুমান ওই ব্যক্তিকে খুন করে নদীতে ফেলেছে কেউ বা কারা।গতকাল রাতেই হয়ত এই ঘটনা ঘটেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলবে।এ দিকে পিকনিক স্পটের সুরক্ষা নিয়ে উঠছে নানা প্রশ্ন। পিকনিক করতে আসা সকলেই চাইছেন পিকনিক স্পটে পুলিশের নজরদারি। না হলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 9:06 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News|| নদীতে রান্নার জল নিতে এসে আতঙ্কের চিৎকার! চিলাপাতা পিকনিক স্পট ঢাকল পুলিশে