Alipurduar News|| নদীতে রান্নার জল নিতে এসে আতঙ্কের চিৎকার! চিলাপাতা পিকনিক স্পট ঢাকল পুলিশে

Last Updated:

পিকনিক করতে এসে নদীর জলে মৃতদেহ পড়ে থাকতে দেখে শুরু হয় চাঞ্চল্য।এক মহিলার চিৎকারে একত্রিত হয়ে যান পিকনিক করতে আসা অন্যান্য মানুষদের।

+
নদী

নদী থেকে উদ্ধার দেহ

আলিপুরদুয়ার: পিকনিক করতে এসে নদীর জলে মৃতদেহ পড়ে থাকতে দেখে শুরু হয় চাঞ্চল্য। এক মহিলার চিৎকারে একত্রিত হয়ে যান পিকনিক করতে আসা অন্যান্য সকলে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল বৃস্পতিবার বিকেল নাগাদ চিলাপাতা মনেরমানুষ পিকনিক স্পট সংলগ্ন বানিয়া নদী থেকে।
এ দিন চিলাপাতা জঙ্গলের বানিয়া নদীতে পিকনিক করতে এসে মৃতদেহ দেখা যায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে সোনাপুর ফাঁড়ির পুলিশ এসে পৌঁছয়। বনকর্মীরা এলাকায় পৌঁছয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ নামখানায় বাস থেকে নামতেই লুটিয়ে পড়লেন, গঙ্গাসাগরে এসে ভিনরাজ্যের প্রৌঢ়ের মৃত্যু
পিকনিক করতে আসা এক যুবক জানান, "রান্নার জল নেওয়ার জন্য নদীতে গিয়েছিলেন। সেই সময় এক মহিলা নদীতে দেহ দেখতে পান। এরপর তাঁর চিৎকারেই সকলে একত্রিত হয়ে যান। পুলিশের কাছে খবর পৌঁছলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।"
advertisement
advertisement
পুলিশের অনুমান ওই ব‍্যক্তিকে খুন করে নদীতে ফেলেছে কেউ বা কারা।গতকাল রাতেই হয়ত এই ঘটনা ঘটেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলবে।এ দিকে পিকনিক স্পটের সুরক্ষা নিয়ে উঠছে নানা প্রশ্ন। পিকনিক করতে আসা সকলেই চাইছেন পিকনিক স্পটে পুলিশের নজরদারি। না হলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News|| নদীতে রান্নার জল নিতে এসে আতঙ্কের চিৎকার! চিলাপাতা পিকনিক স্পট ঢাকল পুলিশে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement