Pet Friendly Cafe: এবার পোষ্যকে নিয়েই উপভোগ করুন রেস্তোরাঁর মজা! সঙ্গে থাকবে আরও নানা চমক

Last Updated:

পোষ্যদের সহজেই সঙ্গে নিয়ে যাওয়া যায় তেমনি একটি ক্যাফে 'ডগ ভিলা' খুলে গিয়েছে শিলিগুড়িতে। এই ক্যাফেতে আপনি আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন আপনার আদরের পোষ্যকেও।

+
পোষ্যকে

পোষ্যকে নিয়ে চলে আসুন ডগ ভিলা

শিলিগুড়ি: জন্মদিন হোক বা বিশেষ দিন অথবা এমনি কোনও দিনে কম বেশি রেস্তোরাঁ বা ক্যাফেতে গিয়ে ভাল সময় কাটলেও কোথাও যেন বাড়িতেই মন পরে থাকে ‘পেট প্যারেন্ট’দের। কারণ রেস্তোরাঁর নিয়মের জন্য পোষ্যকে সঙ্গে নিয়ে যেতে পারেন না তাঁরা। অনেকে আবার বহু সময়েই রেস্তোরাঁয় যাওয়ার প্ল্যানই বাতিল করে দেন ঠিক একই কারণে জন্য ৷
তবে আর প্ল্যান ক্যানসেল করতে হবে না শিলিগুড়ির ‘পেট প্যারেন্ট’দের। কারণ পোষ্যদের সহজেই সঙ্গে নিয়ে যাওয়া যায় তেমনি একটি ক্যাফে ‘ডগ ভিলা’ খুলে গিয়েছে শিলিগুড়িতে। এই ক্যাফেতে আপনি আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন আপনার আদরের পোষ্যকেও।
advertisement
advertisement
শিলিগুড়ির বিধান রোডের গণপতি হোটেলের এই ভেনচারের নাম  ‘ডগ ভিলা’ । নামটা অন্যরকম হলেও আপনার পোষ্যর প্রিয় জায়গা হতে পারে এই ক্যাফে। অন্যান্য জায়গায় পোষ্যকে নিয়ে যেতে বাধা থাকলেও এখানে কিন্তু আপনি পোষ্যকে নিয়ে আসতেই পারেন।
advertisement
পোষ্যদের থাকার জন্য যেমন এখানে ছোট ছোট ঘর রয়েছে, ঠিক তেমনি তাদের খাবারেরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও দামি ককটেল থেকে শুরু করে নানা রকমের খাবারই এই রেস্তোরায় পাওয়া যায়। করোনার পর এমন রেস্তোরাঁ খোলার উদ্যোগ নিয়েছিলেন রেস্তোরাঁর কর্ণধার সুস্মিতা সাহা।
advertisement
কী কারণে এমন রেস্তোরাঁ খোলার কথা ভাবলেন তিনি? প্রশ্নে তিনি বলেন, ” কোভিডের সময় যখন সবাই আমরা ঘর বন্দি। তখন আমাদের সকলেরই বাইরে বেরোতে ইচ্ছে করত। আমাদের মত আমাদের পোষ্যদেরও বাইরে বেরোতে ইচ্ছা করে। কিন্তু নানান কারণে তাদের নিয়ে যাওয়া সম্ভব হত না। তাই তাদের কথা ভেবেই এই রেস্তোরাঁ তৈরির পরিকল্পনা। এখন সকলেই তাঁদের পোষ্যকে নিয়ে এখানে আসেন এবং সময় কাটাতে ভালই বাসেন।”
advertisement
রেস্তোরায় পোষ্যকে নিয়ে এসেছিলেন রাম সরকার, তিনি বলেন, ” গণপতি হোটেলের এই নতুন ভেনচার সত্যিই খুব দারুণ। আমি আমার বাড়ির পোষ্যকে নিয়ে মাঝে মাঝেই এখানে আসি তারাও খানিকটা মজা পায় এবং আমরাও একইসঙ্গে মজা করতে পারি।”
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Pet Friendly Cafe: এবার পোষ্যকে নিয়েই উপভোগ করুন রেস্তোরাঁর মজা! সঙ্গে থাকবে আরও নানা চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement