South Dinajpur News: শুধু পড়াশুনা নয়, এবার এই কলেজ গড়ল নজির! বিনামূল্যে মিলবে চিকিৎসা, কাউন্সিলিং পরিষেবাও

Last Updated:

পড়াশুনার পাশাপাশি এই কলেজে শুরু হল ফ্রি মেডিক্যাল ক্যাম্প

+
ছাত্র-ছাত্রীদের

ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা শুরু করল কলেজ! 

দক্ষিণ দিনাজপুর: শুধুমাত্র পড়াশুনা নয়, পাশাপাশি কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা শুরু করল পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ। জেলার প্রথম কোন কলেজ যেখানে এই ধরনের সুবিধা পাওয়াতে খুশি ছাত্র-ছাত্রীরা। শুধুমাত্র শারীরিক চিকিৎসা নয়, কলেজের পরিচালন কমিটি ও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ছাত্রছাত্রীদের মানসিক সমস্যা সমাধানে ও তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যা তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, হতাশা ডেকে নিয়ে আসে এই ধরনের সমস্যাগুলো দূর করতে নিয়মিত কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে।
তিন দিক সীমান্ত বেষ্টিত দিনাজপুর জেলাতে চিকিৎসা ব্যবস্থা সেভাবে উন্নত হয়নি বললেই চলে। এমনকি জেলাতে এখনও পর্যন্ত গড়ে ওঠেনি মেডিকেল কলেজ। পতিরামের মত একটা প্রত্যন্ত এলাকার কলেজ যেখানে মূলত প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেই ছাত্রছাত্রীরা বেশি আসে। সেই রকম জায়গায় এই ধরনের চিকিৎসা ব্যবস্থা যদি বিনা পয়সায় ছাত্রছাত্রীরা পায়, তাহলে তাদের আর্থিক সুবিধা যেমন হবে তেমনই জেলার ক্ষেত্রেও নজির হয়ে উঠবে।
advertisement
advertisement
বর্তমান যুবসমাজ ও ছাত্র সমাজের মধ্যে হতাশা যেমন একটা বড় সমস্যা, তেমনই ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, বলছেন কলেজের অধ্যক্ষ। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায়, এর আগে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আগামীদিনে এই ধরনের কঠোর সিদ্ধান্ত কোন ছাত্র-ছাত্রী বেছে না নেয় তা নিশ্চিত করতেই এই কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও খবরের শিরোনামে প্রতিদিনই আত্মহত্যার মত ঘটনা উঠে আসে। এই ধরনের ব্যবস্থা যামিনী মজুমদার কলেজের ছাত্র-ছাত্রীদের উপর কতটা প্রভাব বিস্তার করবে তা সময়ের অপেক্ষা। কলেজের নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ ছাত্র-ছাত্রী থেকে চিকিৎসক সকলেই।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: শুধু পড়াশুনা নয়, এবার এই কলেজ গড়ল নজির! বিনামূল্যে মিলবে চিকিৎসা, কাউন্সিলিং পরিষেবাও
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement