Agricultiure News: অতিরিক্ত ইউরিয়া নয়, ফসল বাঁচাতে মাজরা পোকার বিনাশে মানতে এইসব পদ্ধতি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
ধান চাষের জন্য মাজরা পোকা দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে ধানের এই পোকা দমন করা যায় জানুন
দক্ষিণ দিনাজপুর: মাজরা পোকা ধানের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পোকা ধানগাছের কাণ্ডে ঢুকে কাণ্ডকে নষ্ট করে ফেলে। ফলে ধানের ফলন কমে যায়। মাজরা পোকার আক্রমণে ফলন কমে যায় ১৩ থেকে ২৬ শতাংশ। ফলনের ঘাটতি হতে পারে অনেকটাই। ফলে ধান চাষের জন্য মাজরা পোকা দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাধারণত মেঘলা আবহাওয়া থাকলে এই পোকার উপদ্রব বাড়ে। তিন ধরনের মাজরা পোকা ধানের ক্ষতি করে। হলুদ, কালো মাথা এবং গোলাপী মাজরা। মাজরা পোকাগুলো ফসলের কান্ডের ভিতর থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের সরু আগা পাতার গোড়া খেয়ে কেটে ফেলে। ফলে আগা পাতা মারা যায়। একে ‘ডেডহার্ট ‘বলে। গাছে শীষ আসার আগে পর্যন্ত এধরনের ক্ষতি হলে মরা আগা দেখতে পাওয়া যায়।
advertisement
advertisement
শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শিষ শুকিয়ে যায়। পোকা যদি পাতার খোলের ভেতরে খায় এবং কান্ডের ভেতরের অংশ সম্পূর্ণভাবে কেটে না দেয় তাহলে ধানগাছের আংশিক ক্ষতি হয় এবং শিষের গোড়ার দিকের কিছু ধান চিটা হয়ে যায়। মাজরা পোকার আক্রমণ হলে কান্ডের মধ্যে পোকার খাওয়ার নিদর্শন পাওয়া যায়, বা কান্ডের বাইরের রং বিবর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে ধান গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি বিশেষজ্ঞদের মতে, জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করে নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেললে মাজরা পোকার সংখ্যা ও ক্ষতি অনেক কমে যায়। যেহেতু মাজরা পোকা গাছের কাণ্ডের ভিতরে অবস্থান করে, তাই বালাইনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক হিসেবে লুফেনিউরন, কার্বোফুরান, এসিফেট, কারটাপ, ফিপ্রোনিল এসব ওষুধ অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে হবে। থোর আসার আগে পর্যন্ত হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়। এমনকি ক্ষেতের মধ্যে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির বসার সুযোগ করে দিলে পূর্ণবয়স্ক মথ খেয়ে এদের সংখ্যা কমিয়ে ফেলে। এমনকি ধান ক্ষেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেললে মিলবে অনেকটাই নিস্তার।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 8:40 PM IST