South Dinajpur News: ১২ বছরেও শেষ হয়নি ১৬৫ কোটি টাকার জল প্রকল্প! এবার ৮ মাসে শেষ করার টার্গেট
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
জল প্রকল্পের বাকি কাজ মাত্র ৮ মাসের মধ্যে শেষ করবার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে
দক্ষিণ দিনাজপুর: গ্রীষ্মকাল শুরু হতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কমবেশি প্রতিটি ব্লকেই শুরু হয়েছে পানীয় জলের হাহাকার। জল প্রকল্পের কাজ ১২ বছরে ৫০-৫৪ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি কাজ মাত্র ৮ মাসের মধ্যে শেষ করবার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। আর এই বিষয়টি সামনে আসতেই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে! যে কাজ সম্পন্ন হতে ১২ বছর লাগল, সেই কাজ ৮ মাসে সম্পন্ন হবে কীভাবে? গ্রীষ্মকাল শুরু হতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পানীয় জলের পরিস্থিতি এতটাই গভীর, যে কারণে জেলা প্রশাসনিক ভবনে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করা হল।
২০১৩ সালে তপন ব্লকে ১৬৫ কোটি টাকারও বেশি বরাদ্দ নিয়ে যে জল প্রকল্প শুরু হয়েছিল, তা এখনও পর্যন্ত বাস্তবের মুখ দেখেনি। জল প্রকল্পের পাইপ লাইন কিছু গ্রামে গেলেও হয়নি বাড়িতে সংযোগ। পানীয় জলের প্রকল্প কবে শেষ হবে! অভিযোগ, পাইপ লাইনের ট্যাপে জল আসেনা। টিউবওয়েলও খারাপ হয়ে গিয়েছে। টাকা দিয়ে ড্রামের জল কিনে খেতে হচ্ছে বাধ্য হয়েই অধিকাংশ গ্রামেই। দীর্ঘদিন সংস্কারের অভাবে গ্রামের মার্ক টিউবওয়েলগুলি প্রায় নষ্ট হতে বসেছে। পুরনো পাইপ লাইন থাকলেও সংস্কারের অভাবে বন্ধ হয়ে গিয়েছে জল।
advertisement
advertisement
জেলার প্রায় সর্বত্রই জল জীবন মিশন প্রকল্পের কাজের গতি নিয়ে খুশি নয় প্রশাসন। দীর্ঘদিন আগে শুরু হওয়া জল জীবন মিশন প্রকল্পের কাজ মাত্র ৫০ থেকে ৫৪ শতাংশ এগিয়েছে এমনটাই রিভিউ মিটিংয়ে উঠে এসেছে। এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই জেলা প্রশাসনের তরফ থেকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রিভিউ মিটিংয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সবথেকে বেশি খরা প্রবণ ব্লক তপন সহ ব্লক লাগোয়া অন্যান্য ব্লকের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে বিশেষ আলোচনা হয়। এছাড়াও পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান কীভাবে করা যায় সে বিষয়েও দীর্ঘ আলোচনা হয়। আয়োজিত এই রিভিউ মিটিংয়ে যে সমস্ত অঞ্চলে এখনও পর্যন্ত জল জীবন মিশনের কাজ পৌঁছায়নি এবং যেখানে পানীয় জলের সমস্যা ভয়ংকর আকার ধারণ করেছে সেখানে সাবমারসিবল বসিয়ে অথবা জলের ট্যাংকার পাঠিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে পারে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 08, 2025 3:55 PM IST