Paresh Adhikari: 'কোনও চিন্তা নেই, দল সঙ্গে আছে', মেখলিগঞ্জে ফিরে মুখ খুললেন পরেশ

Last Updated:

বেশ কয়েকদিন টানাপোড়েনের পর অবশেষে আজ নিজের কেন্দ্র মেখলিগঞ্জে ফিরলেন পরেশ অধিকারী৷

মেখলিগঞ্জে দলীয় সভায় পরেশ অধিকারী৷
মেখলিগঞ্জে দলীয় সভায় পরেশ অধিকারী৷
#প্রবীর কুণ্ডু, কোচবিহার : মাঝে প্রায় আটচল্লিশ ঘণ্টা তাঁর কোনও খোঁজ ছিল না৷ শেষ পর্যন্ত আদালতের কড়া অবস্থানের জেরে পর পর তিন দিন সিবিআই-এর মুখোমুখি হয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী৷ মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দিতে প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷
বেশ কয়েকদিন টানাপোড়েনের পর অবশেষে আজ নিজের কেন্দ্র মেখলিগঞ্জে ফিরলেন পরেশ অধিকারী৷ নিজের গড়ে ফিরেই দলীয় কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন তিনি৷ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ না খুললেও দলীয় কর্মীদের সামনে আত্মবিশ্বাসী পরেশের দাবি, 'কোনও চিন্তা নেই, আমি আবার আগের মতোই সব জায়গায় যাবো৷' তাঁর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগই উঠুক না কেন, দল তাঁর পাশে রয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী৷
advertisement
advertisement
এ দিন কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছন পরেশ অধিকারী৷ সেখান থেকে গাড়িতে রওনা দেন কোচবিহারের উদ্দেশ্যে৷ হলদিবাড়িতে পরেশকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন দলীয় কর্মীরা৷ বাইক মিছিল করে মন্ত্রীকে দলীয় সভায় নিয়ে যাওয়া হয়৷
advertisement
কোচবিহার শহরের এন এন মেমোরিয়াল হলে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন পরেশ৷ ঘরোয়া বৈঠক হলেও শুরুতেই সবার মোবাইল ফোন অফ করে দিতে বলেন তিনি৷ সাংবাদিকদেরও বৈঠকের ছবি তুলতে বাধা দেওয়া হয়৷
সূত্রের খবর, নিজের অনুগামীদের চাঙ্গা করতে পরেশ বৈঠকের মাঝে বলেন, 'আইন আইনের পথে চলবে। আমি সব জায়গায় আবার আগের মতো চলব। কোনও চিন্তা নেই। এই কয়েকদিনের মধ্যে দেখা গেল কে পার্টির আসল লোক, আর কে নকল। যারা আমাদের সঙ্গে মেলামেশা করে, এই ঘটনার পর তাঁদের অনেকের টিকিও দেখা যায়নি। যাঁরা প্রকৃত তৃণমূল কংগ্রেস করেন, তাঁরা আমার সঙ্গে আছে, কলকাতায় দলের নেতৃত্ব আমার সঙ্গে আছে।'
advertisement
এই বৈঠকের পর মেখলিগঞ্জে নিজের বাড়িতে যান পরেশ৷ সূত্রের খবর, আগামিকাল থেকেই দলের সমস্ত কর্মসূচিতে যোগ দেবেন তিনি৷ তবে পরেশ মেখলিগঞ্জে ফিরলেও তাঁর মেয়ে অঙ্কিতা কোথায় রয়েছেন, তা এখনও জানা যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Paresh Adhikari: 'কোনও চিন্তা নেই, দল সঙ্গে আছে', মেখলিগঞ্জে ফিরে মুখ খুললেন পরেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement