Anubrata Mondal: আজ হাজিরা দিচ্ছেন না অনুব্রত, এবার কড়া পদক্ষেপ নেবে সিবিআই?

Last Updated:

ভোট পরবর্তী অশান্তির মামলায় এই নিয়ে চার বার অনুব্রতকে নোটিস পাঠিয়েছে সিবিআই৷ একবারও হাজির হননি তৃণমূল নেতা৷

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
#কলকাতা: আজ সিবিআই-এর মুখোমুখি হচ্ছেন না অনুব্রত মণ্ডল৷ ভোট পরবর্তী হিংসা মামলায় আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তৃণমূল নেতাকে৷ কিন্তু সূত্রের খবর, অসুস্থতার কারণে সিবিআই-এর থেকে সম্ভবত ১৫ দিন সময় চাইবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ আইনজীবীর মাধ্যমেই নিজের আর্জি সিবিআই-এর কাছে পৌঁছে দেবেন অনুব্রত৷
তবে অনুব্রত আজ হাজিরা না দিলে সিবিআই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে৷ কারণ ভোট পরবর্তী অশান্তির মামলায় এই নিয়ে চার বার অনুব্রতকে নোটিস পাঠিয়েছে সিবিআই৷ একবারও হাজির হননি তৃণমূল নেতা৷
advertisement
advertisement
গত সপ্তাহেই নিজাম প্যালেসে গিয়ে গরু পাচার মামলায় সিবিআই-এর জেরার মুখোমুখি হন অনুব্রত৷ এর পর তিনি বীরভূমে ফিরে যান৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছে বলেই অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর৷ সিবিআই-এর কাছে তাই সময় চাওয়ার পাশাপাশি বোলপুরে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জেরা করার প্রস্তাবও দিতে পারেন অনুব্রত৷
আরও পড়ুন:
advertisement
তবে অনুব্রতর এই যুক্তি এবার সিবিআই মানবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷ সিবিআই কর্তারা বলছেন, অনুব্রত গরু পাচার মামলায় হাজিরা দিয়েছেন৷ তাহলে বার বার অসুস্থতার অছিলায় কেন তিনি ভোট পরবর্তী মামলায় হাজিরা এড়াচ্ছেন? এ ক্ষেত্রে শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে অনুব্রতর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপও করার কথা ভাবছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা৷
advertisement
আজ সকাল পর্যন্ত বোলপুরে নিজের বাড়িতেই ছিলেন অনুব্রত৷ ফলে তিনি যে আজ সিবিআই-এর মুখোমুখি হচ্ছেন না, তা নিশ্চিত৷ এই পরিস্থিতিতে হয় ই মেলের মাধ্যমে না হলে অনুব্রতর আইনজীবী নিজে সিবিআই দফতরে এসে তদন্তকারী অফিসারদের হাতে সময় চেয়ে চিঠি পৌঁছে দিতে পারেন৷ তবে অনুব্রতর প্রস্তাব মেনে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জেরা করার কথা ভাবছেন না সিবিআই আধিকারিকরা৷ আগামী শুক্রবার ফের গরু পাচার মামলায় অনুব্রতকে তলব করেছে সিবিআই৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: আজ হাজিরা দিচ্ছেন না অনুব্রত, এবার কড়া পদক্ষেপ নেবে সিবিআই?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement