মিরিকের পথে পর্যটকদের প্রিয় ডেস্টিনেশনের বিধ্বস্ত দশা! তলিয়ে গিয়েছে...! তবে ডিসেম্বরের আগে ফের সেজে উঠবে 'এই' ইকোপার্ক, দেরি না করে প্ল্যান সেরে ফেলুন

Last Updated:

Darjeeling Eco Tourism: পাহাড়, নদী ও জঙ্গলের মাঝে মনোরম পরিবেশে ছুটি কাটানোর জন্য একটি উপযুক্ত গন্তব্য পানিঘাটার রিভারফ্রন্ট ইকোপার্ক। কিন্তু সম্প্রতি বালাসন নদীর ভয়াল গ্রাসে বিধ্বস্ত এই ইকোপার্কটি। তলিয়ে গিয়েছে প্রায় ৪ একর জমি, ১০টি বসার হাট, সেলফি জোন।

পানিঘাটার রিভারফ্রন্ট ইকোপার্ক
পানিঘাটার রিভারফ্রন্ট ইকোপার্ক
মিরিক, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: মিরিক যাওয়ার আগে পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন ছিল পানিঘাটার রিভারফ্রন্ট ইকোপার্ক। বালাসন নদীর ধারে এই সুন্দর পর্যটন কেন্দ্র পর্যটকদের দারুণ আকর্ষণ করেছে। পাহাড়, নদী ও জঙ্গলের মাঝে মনোরম পরিবেশে ছুটি কাটানোর জন্য একটি উপযুক্ত গন্তব্য হয়ে উঠেছে এটি। কিন্তু সম্প্রতি বালাসন নদীর ভয়াল গ্রাসে বিধ্বস্ত এই ইকোপার্ক। তলিয়ে গিয়েছে ১০টি বসার হাট, সেলফি জোন। ক্ষতিগ্রস্ত হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত খাবারের দোকান।
৫ একর জুড়ে বৃক্ষরোপন নদীর কোপে পড়ে এক একর অবশিষ্ট রয়েছে। গতবছর পর্যটকের ভিড় দেখে এই ইকোপার্কটিকে আরও আকষর্ণীয় করার কাজ শুরু করেছিল কার্শিয়ং বনদফতরের পানিঘাটা রেঞ্জ ও জেএফ‌এমসি। কিন্তু বালাসনের জলের তোড়ে ভেসে গিয়েছে সমস্তটা। তবে পানিঘাটার রিভারফ্রন্ট ইকোপার্ক আবার নতুন করে সাজাতে হবে।
আরও পড়ুনঃ বেড়ানোর মরশুমে খাঁ খাঁ করছে ডুয়ার্স, মুখ ফেরাচ্ছেন ভ্রমণপ্রেমীরা! লাটাগুড়ি, গরুমারা পর্যটক শূন্য, পাহাড়ের চেনা ছবি একেবারে অচেনা
ডিসেম্বর মাস পর্যটকদের এই ইকো-ট্যুরিজম পার্কে আসার উপযুক্ত সময়। তার আগেই ফের নতুন করে ইকোপার্কটিকে গড়ার কাজ শুরু করতে চায় বনদফতর ও জেএফ‌এমসি কর্তারা। অবৈধভাবে বালি খনন, বর্জ্য পদার্থ ফেলা রুখতে এই পার্ক তৈরি করা হয়েছিল। বালাসনের জেরে বিপর্যয়ের পর অক্টোবরের মধ্যেই এই পার্ক পুনরায় সাজিয়ে তোলার আশ্বাস টেলিফোনে জানালেন কার্শিয়াং ডিএফ‌ও দেবেশ পান্ডে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মিরিকের পথে পর্যটকদের প্রিয় ডেস্টিনেশনের বিধ্বস্ত দশা! তলিয়ে গিয়েছে...! তবে ডিসেম্বরের আগে ফের সেজে উঠবে 'এই' ইকোপার্ক, দেরি না করে প্ল্যান সেরে ফেলুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement