Pakistani detained near Siliguri: নেপাল হয়ে ভারতে ঢুকছিল গাড়ি, ভিতরে পাকিস্তানি যুবক! শিলিগুড়ির কাছেই গ্রেফতার, ধৃত আরও ২
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় খড়িবাড়ি থানার পুলিশ।
বিশ্বজিৎ মিশ্র, পানিট্যাঙ্কি: শিলিগুড়ির কাছে পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্ত থেকে ধরা পড়লেন এক পাকিস্তানি নাগরিক৷ বেআইনি ভাবে ভারতে প্রবেশ করার সময় সইফউল্লা নামে ওই পাকিস্তানি যুবককে গ্রেফতার করে এসএসবি৷ ওই পাকিস্তানি নাগরিকের সঙ্গে দুই নেপালের নাগরিককেও গ্রেফতার করা হয়েছে৷
ধৃত তিন জনকেই খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পাকিস্তানের মরদানের বাসিন্দা সইফউল্লার কাছে ভারতের কোনও ভিসা ছিল না বলে সূত্রের খবর৷ ধৃত নেপালের দুই বাসিন্দার নাম মন বাহাদুর থাপা এবং মেঘা বাহাদুর থাপা৷
আরও পড়ুন: ‘বিজেপিতে নতুন, মাটির সঙ্গে যোগাযোগ নেই!’ শুভেন্দুকে পাল্টা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, এ দিন নেপালের দিক থেকে পানিট্যাঙ্কি হয়ে ভারতে প্রবেশের সময় একটি চারচাকা গাড়িকে আটক করেন টহলদারির দায়িত্বে থাকা এসএসবি-র জওয়ানরা৷ তখনই জিজ্ঞাসাবাদের সময় দেখা যায়, পাকিস্তানের ওই বাসিন্দার কাছে ভারতে প্রবেশের জন্য ভিসাই নেই৷
পুলিশ সূত্রে খবর, ধৃত পাকিস্তানি যুবকের দুবাইয়ে একটি নিরাপত্তা সংস্থা রয়েছে৷ নেপালের ওই দুই বাসিন্দা তাঁর পূর্ব পরিচিত৷ নিরাপত্তারক্ষী নিয়োগ করতেই তিনি নেপালে এসেছিলেন বলে দাবি করেছে ধৃত পাকিস্তানি যুবক৷ নেপালে আসার পর গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার কারণেই তাঁরা গাড়ি মেরামতি করতে ভারতে প্রবেশ করছিলেন বলে দাবি করেছেন ওই তিন জন ধৃত৷
advertisement
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় খড়িবাড়ি থানার পুলিশ। গত ৮ মাস আগে ইন্দো নেপাল সীমান্তে গ্রেফতার হন এক পাকিস্তানি মহিলা ও তাঁর ছেলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2024 5:58 PM IST