Suvendu Adhikari: 'বিজেপিতে নতুন, মাটির সঙ্গে যোগাযোগ নেই!' শুভেন্দুকে পাল্টা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান

Last Updated:

বিজেপির গঠনের পর পরই ১৯৮০ সালে দলের সংখ্যালঘু মোর্চা শাখা খোলা হয়৷ যার মূল উদ্দেশ্য ছিল বিজেপির নীতি আদর্শ সম্পর্কে মুসলিমদের অবহিত করা৷

শুভেন্দু অধিকারীর সমালোচনায় বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকি৷
শুভেন্দু অধিকারীর সমালোচনায় বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকি৷
নয়াদিল্লি: গত বুধবার কলকাতায় দলীয় বৈঠকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘সব কা সাথ, সব কা বিকাশ’ নীতির সঙ্গে তিনি সহমত নন৷ দলের সংখ্যালঘু মোর্চারও কোনও প্রয়োজন নেই বলে দাবি করেছিলেন শুভেন্দু৷
বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভের সৃষ্টি হয়েছিল৷ এবার বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকি৷ শুভেন্দুর মন্তব্যের কড়া সমালোচনা করে তাঁর কটাক্ষ, ‘শুভেন্দু হয়তো বিজেপিতে নতুন বলেই এমন মন্তব্য করেছেন৷ বিজেপিতে আসার আগে শুভেন্দু যেহেতু তৃণমূলে ছিলেন, সেই সংস্রব থেকেও শুভেন্দু এমন মন্তব্য করে থাকতে পারেন বলে দাবি করেছেন জামাল সিদ্দিকি৷
advertisement
advertisement
বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান সিদ্দিকি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাকারে বলেন, ‘আমার মনে হয় শুভেন্দু অধিকারী ভুল করেই এরকম মন্তব্য করেছেন৷ তাছাড়া শুভেন্দু অধিকারী বিজেপির পুরোন নেতা নন, মাটির সঙ্গেও তাঁর খুব একটা যোগাযোগ নেই৷ তার উপর উনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন৷৷ মানুষ যেখান থেকে আসে, তার পরিচয়ে সেটাই ফুটে ওঠে৷’
advertisement
বিজেপির বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘যাঁরা আমাদের পাশে থাকবে, আমরা তাঁদের পাশে থাকব৷ সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই৷’ পরে অবশ্য সমাজমাধ্যমে পোস্ট করে শুভেন্দু দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী সবকা সাথ, সব কা বিকাশ, সবকা বিকাশের নীতিতে তিনি অন্তর থেকে বিশ্বাস করেন বলেও দাবি করেছিলেন শুভেন্দু৷
কিন্তু খোদ প্রধানমন্ত্রীর দেওয়া স্লোগান তিনি যেভাবে খারিজ করার নিদান দেন, তাতে বিজেপির অন্দরেও জোর বিতর্ক শুরু হয়৷ এমন কি, সর্বভারতীয় স্তরেও শুভেন্দুর এই মন্তব্যে শোরগোল পড়ে যায়৷
advertisement
শুভেন্দু অধিকারীকে জবাব দিতে গিয়ে জামাল সিদ্দিকি বলেন, ‘আমার মনে হয় সবকা সাথ, সবকা বিকাশের নীতি বিজেপির আত্মা৷ শরীর থেকে আত্মাকে বিচ্ছিন্ন করলে বিজেপি দলটাই থাকবে না বলে আমার মত৷ বিজেপির উদ্দেশ্যে হল মানুষের সেবা করা, ক্ষমতা দখল নয়৷ ক্ষমতায় থাকলে আরও ভাল করে মানুষের সেবা করা যায়৷ প্রধানমন্ত্রী সবসময়ই বলেছেন, যাঁরা আমাদের ভোট দেন না তাঁদের জন্যও আমাদের কাজ করতে হবে৷’
advertisement
বিজেপির গঠনের পর পরই ১৯৮০ সালে দলের সংখ্যালঘু মোর্চা শাখা খোলা হয়৷ যার মূল উদ্দেশ্য ছিল বিজেপির নীতি আদর্শ সম্পর্কে মুসলিমদের অবহিত করা৷ যদিও বিজেপি রাম জন্মভূমি আন্দোলন শুরুর পর এবং বাবরি মসজিদ ধ্বংসের পর দলের সংখ্যালঘু মোর্চা খুব বেশি সাফল্য পায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Suvendu Adhikari: 'বিজেপিতে নতুন, মাটির সঙ্গে যোগাযোগ নেই!' শুভেন্দুকে পাল্টা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement