Jalpaiguri News: তন্ময় বোসের কাছে তবলার প্রশিক্ষণ! বিরাট সুযোগ জেলার তবলাবাদকদের সামনে

Last Updated:

তন্ময় বোস নিজে জলপাইগুড়ি এসেছেন জেলার তবলা বাদকদের প্রশিক্ষণ দিতে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ২০ জন তবলাবাদক অংশ নিয়েছে এই প্রশিক্ষণ শিবিরে

+
title=

জলপাইগুড়ি: জেলার সঙ্গীত প্রেমীদের জন্য খুশির খবর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তবলা বাদক তন্ময় বোস এখন জলপাইগুড়িতে। তাঁর কাছে তালিম নিয়ে আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ এসে গিয়েছে জেলার তবলা বাদকদের সামনে।
সাংস্কৃতিক যেকোনও অনুষ্ঠানের দিক থেকে জলপাইগুড়ি জেলা বেশ অনেকটাই এগিয়ে। হামেশাই সাংস্কৃতিক কোনও না কোনও অনুষ্ঠান এই শহরে আয়োজিত হয়। এদিকে তবলাবাদক তন্ময় বোস’কে চেনেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। দীর্ঘদিন পন্ডিত রবিশঙ্করের সঙ্গে তিনি সঙ্গত করেছেন। এবার তিনি নিজে জলপাইগুড়ি এসেছেন জেলার তবলা বাদকদের প্রশিক্ষণ দিতে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ২০ জন তবলাবাদক অংশ নিয়েছে এই প্রশিক্ষণ শিবিরে। তাঁদের প্রতিভাকে শান দিতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই প্রবাদপ্রতিম তবলচি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উদ্যোগে আয়োজিত তিন দিনের তবলা প্রশিক্ষণ শিবিরের প্রধান শিক্ষাগুরু হিসেবেই জেলায় আগমন তন্ময় বোসের। আপাতত তিন দিন তিনি থাকছেন এই শহরে এবং প্রশিক্ষণ দেবেন এখানকার প্রতিভাবান তবলাবাদকদের। শহরের রবীন্দ্র ভবনে এই শিবির শুরু হয়েছে। প্রশিক্ষণের শেষদিন , অর্থাৎ ২৪ নভেম্বর সন্ধেয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে তন্ময় বোস তাঁর কাছে প্রশিক্ষণ নেওয়া শিষ্যদের নিয়ে মঞ্চে পারফর্ম করবেন। এটা জেলার তবলাবাদকদের কাছে এক বড় সুযোগ।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: তন্ময় বোসের কাছে তবলার প্রশিক্ষণ! বিরাট সুযোগ জেলার তবলাবাদকদের সামনে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement