খুশির ইদে মালদহের সুজাপুরে ১ লক্ষ মানুষের সমাগম, নমাজ পাঠ করে দিলেন সম্প্রীতির বার্তা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

কলকাতার বাইরে মালদহের সুজাপুরে সব থেকে বেশি মানুষ একত্রিত হয়েছিলেন পবিত্র ইদের নমাজ পাঠ করতে ৷ ১ লক্ষেও মানুষ একসঙ্গে নমাজ পড়েছেন

  • Last Updated :
  • Share this:

    #সুজাপুর: কলকাতার বাইরে মালদহের সুজাপুরে সব থেকে বেশি মানুষ একত্রিত হয়েছিলেন পবিত্র ইদের নমাজ পাঠ করতে ৷ ১ লক্ষেও মানুষ একসঙ্গে নমাজ পড়েছেন ৷ বিপুল মানুষের সমাগমে মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়ক সকাল ১১টা পর্যন্ত বন্ধ ছিল ৷

    আজ খুশির ইদ দীর্ঘ রমজান মাসে কৃচ্ছসাধনের পরই খুশির ইদ জীবনকে সমৃদ্ধ করতে আসে ৷ ধমপ্রাণ মানুষেরা মেতে ওঠেন উৎসবে ৷ নতুন জামা কাপড় পরে প্রিয়জনদের সঙ্গে দেখা করে দেখা করে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ, ভালবাসার আদান প্রদান এই সবই খুশির অঙ্গ ৷

    খুশির ইদ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দিয়েছেন সম্প্রীতির বার্তা ৷ শুধুই রাজ্য নয় রাজ্যের মত সারা দেশেও পালিত হচ্ছে খুশির ইদ কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসমুদ্র হিমাচল, সর্বত্রই খুশির মানুষকে একত্রিত করেছে ৷ ভাসিয়েছে প্রেমের জোয়ারে ৷

    আরও পড়ুন  ইদ উপলক্ষে আসানসোলে মহিলাদের বিশেষ নমাজ পাঠ

    First published:

    Tags: Eid, Gathering, Malda, One Lakh, Sujapur