#সুজাপুর: কলকাতার বাইরে মালদহের সুজাপুরে সব থেকে বেশি মানুষ একত্রিত হয়েছিলেন পবিত্র ইদের নমাজ পাঠ করতে ৷ ১ লক্ষেও মানুষ একসঙ্গে নমাজ পড়েছেন ৷ বিপুল মানুষের সমাগমে মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়ক সকাল ১১টা পর্যন্ত বন্ধ ছিল ৷
আজ খুশির ইদ দীর্ঘ রমজান মাসে কৃচ্ছসাধনের পরই খুশির ইদ জীবনকে সমৃদ্ধ করতে আসে ৷ ধমপ্রাণ মানুষেরা মেতে ওঠেন উৎসবে ৷ নতুন জামা কাপড় পরে প্রিয়জনদের সঙ্গে দেখা করে দেখা করে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ, ভালবাসার আদান প্রদান এই সবই খুশির অঙ্গ ৷
খুশির ইদ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দিয়েছেন সম্প্রীতির বার্তা ৷ শুধুই রাজ্য নয় রাজ্যের মত সারা দেশেও পালিত হচ্ছে খুশির ইদ কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসমুদ্র হিমাচল, সর্বত্রই খুশির মানুষকে একত্রিত করেছে ৷ ভাসিয়েছে প্রেমের জোয়ারে ৷
আরও পড়ুন ইদ উপলক্ষে আসানসোলে মহিলাদের বিশেষ নমাজ পাঠ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।