ইদ উপলক্ষে আসানসোলে মহিলাদের বিশেষ নমাজ পাঠ
Last Updated:
আজ খুশির ইদ। দীর্ঘ পবিত্র রমাজান মাসের পরে আজ আকাশে বাতাসে খুশির আমেজ নিয়ে সর্বত্র পালিত হচ্ছে খুশির ইদ ৷ আসানসোলও এর ব্যাতিক্রম নয় ৷ ইদ উপলক্ষে মহিলারা বিশেষ নমাজ পাঠ করেছেন
#আসানসোল: আজ খুশির ইদ। দীর্ঘ পবিত্র রমাজান মাসের পরে আজ আকাশে বাতাসে খুশির আমেজ নিয়ে সর্বত্র পালিত হচ্ছে খুশির ইদ ৷ আসানসোলও এর ব্যাতিক্রম নয় ৷ ইদ উপলক্ষে মহিলারা বিশেষ নমাজ পাঠ করেছেন । শনিবার আসানসোলের এসবি গরাই রোডের ইদগাহ-তে মহিলারা নমাজ পাঠ করেছেন।
আসানসোলের বিভিন্ন জায়গা থেকে এসে এই নমাজে অংশ নিয়েছেন মহিলারা। নমাজ শেষে একে অপরের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করেন মহিলারা। তারপরই কুশলমঙ্গল বিনিময়ের সঙ্গে সঙ্গেই মিষ্টিমুখ করেন সবাই ৷
আজ আসানসোলে ইদ উপলক্ষে মহিলাদের নমাজ পাঠ এক অন্য মাত্রা বহন করেছে ৷ পুরুষ, মহিলা, শিশু নির্বিশেষে সারা পৃথিবীর মত আসানসোলও উৎসবে মেতে উঠেছে ৷
advertisement
advertisement
Location :
First Published :
June 16, 2018 2:54 PM IST