Missing Person: বাড়িতে রয়েছে গর্ভবতী স্ত্রী, সন্তান! আচমকা নিখোঁজ যুবক, পরনে ছিল কালো হাফপ্যান্ট-টিশার্ট, চিন্তায় উদ্বিগ্ন গোটা পরিবার! খোঁজ পেলে দিন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
কালী পুজোর সন্ধে থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান বছর ২৬-এর যুবক সমেশ দাস। প্রায় ১৫ দিন ধরে কোচবিহার ১ নং ব্লকের কালীঘাট ঘোড়ামারা এলাকায় থাকা তাঁর পরিবার চিন্তায় দিন কাটাচ্ছে।
কোচবিহার: বাড়িতে রয়েছে চার বছরের এক পুত্র সন্তান। স্ত্রী ৯ মাসের গর্ভবতী। এছাড়াও বাড়িতে রয়েছেন বাবা, মা ও দুই ভাই ও এক ভাই বউ। মাঝে কিছুটা সময়ের জন্য কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে। বাড়িতে ফিরে এসে সংসার সামলাতে মাছের ব্যবসাও করছিলেন। ভালই চলছিল সবকিছু। তবে আচমকাই ছন্দ পতন। কালী পুজোর সন্ধে থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান বছর ২৬-এর যুবক সমেশ দাস। তখন থেকেই মোবাইল ফোন সুইচ অফ। বর্তমান সময়ে কোচবিহার ১ নং ব্লকের কালীঘাট ঘোড়ামারা এলাকায় থাকা তাঁর পরিবার চিন্তায় দিন কাটাচ্ছে।
নিখোঁজ যুবকের স্ত্রী লতা দাস জানান যে মাসখানেক বাদে আরেক সন্তানের জন্ম দিতে চলছেন তিনি। পরিবারের সঙ্গে ভালই কাটছিল দিন। তবে কালী পুজোর সন্ধে থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান তাঁর স্বামী। শহরে গিয়েছিলেন কিছু কাজে তবে তারপর আর ফিরে আসেননি। প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ হয়ে রয়েছেন তাঁর স্বামী। বাড়ি থেকে বেরনোর সময় টাকা বা কোনও গুরুত্বপূর্ণ কাগজ সঙ্গে নিয়ে যাননি। শুধু নিয়ে গিয়েছেন নিজের মোবাইল ফোন। পরনে ছিল কালো হাফ প্যান্ট এবং কালো রঙের টি শার্ট। এখন চার বছরের সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।
advertisement
আরও পড়ুনমানসিক ভারসাম্যহীন মহিলার কান টেনে দুল ছিনতাই! বাধা দিতেই লাঠি দিয়ে মারধর, সিসিটিভি ফুটেজ ভাইরাল
advertisement
নিখোঁজ যুবকের মা জোসনা দাস জানান যে, পরিবারে কোনও অশান্তি ছিল না। এছাড়া সে কোনও ধরনের প্রণয়ের সম্পর্কেও জড়িত ছিল না। তবে আচমকাই কোথায় গেল সে কিছুই বুঝতে পারছেন না তিনি। তবে নিখোঁজ হওয়ার দিন সে দুপুর পর্যন্ত বাড়িতেই ছিল। দুপুরে নিজের দোকানে গেলেও দোকান খোলেননি তিনি। গোটা পরিবার তাঁর চিন্তায় উদ্বিগ্নতার মাঝে দিন কাটাচ্ছে। সম্পর্কে যুবকের বোনের স্বামী বিপ্লব ভৌমিক। জানান যে নিখোঁজ হওয়ার পরের দিন কোচবিহার কোতোয়ালি থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয়েছে। তবে প্রায় ১৫ দিন হয়ে গেলেও পুলিশ কোনও খোঁজ পায়নি তাঁর।
advertisement
পরিবার যুবকের চিন্তায় রীতিমত অস্থির হয়ে রয়েছে। চার বছরের পুত্র সন্তানকে নিয়ে উদ্বিগ্নতার মাঝে দিন কাটাচ্ছে তাঁর গর্ভবতী স্ত্রী। যুবকের মা ও যুবকের স্ত্রী প্রতিনিয়ত চোখের জল ফেলেই চলেছেন তাঁর চিন্তায়। দ্রুত যুবক ফিরে আসুক নিজের বাড়িতে এই প্রত্যাশাই করছেন পরিবারের সকলে।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2024 4:55 PM IST
