শুধু আম নয়, মালদহের এই এলাকা পরিচিত দারুণ সুস্বাদু এই খাবারের জন্য! না জানলে ভুল করবেন

Last Updated:

মালদহের পুরাতন মালদা পৌরসভার ধানহাট্টি পালপাড়া‌ এলাকার প্রায় প্রতিটি বাড়িতে তৈরি করা হয় মোমো বিক্রেতা। শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে এই এলাকার পুরুষরা বিক্রি করেন মোমো। এই এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার মোমো তৈরি কাজের সঙ্গে যুক্ত। মালদহ শহরের প্রায় ৯০% মোমোর দোকান রয়েছে এই এলাকার বাসিন্দাদের। তাই পালপাড়া এখন পরিচিতি পেয়েছে মোমো পাড়া নাম

+
শহরের

শহরের প্রায় ৯০ শতাংশ মোমো বিক্রেতা মালদহের পালপাড়ার

মালদহ: বর্তমান আধুনিক যুগের সঙ্গে বদলেছে মানুষের একাধিক চাহিদা। প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি খাবার পাতেও বদলেছে মেনু। বর্তমান আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবনধারার সঙ্গে যুক্ত হয়েছে একাধিক নিত্যনতুন খাবার। শহরের ফুটপাত হোক বা গ্রামের বাজার, সাধারণ মানুষের কাছে জায়গা করেছে তিব্বতি খাদ্য মোমো। তাই পুরনো পেশা ত্যাগ করে বর্তমানে এই এলাকার অধিকাংশ পরিবারের রোজগারের একমাত্র ভরসা মোমো। বাড়িতে পরিবারের সকলে মিলে তৈরি করেন একাধিক রকম মোমো।
advertisement
চিকেন, টাইফু, ভেজ ইত্যাদি রকমের মোমোর ব্যাপক চাহিদা জেলায়। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে মোমো বিক্রি করেন এই এলাকার পুরুষরা। এক সময় এই এলাকার মানুষদের রোজগারের ক্ষেত্রে একমাত্র ভরসা ছিল ধান থেকে চাল তৈরি করার কাজ। তবে বর্তমানে প্রযুক্তির দাপটে চাল তৈরির একাধিক যান্ত্রিক পদ্ধতির ব্যবহারের ফলে প্রয়োজন হারিয়েছে মানব শক্তির। যার ফলে পেশা বদলেছেন অনেকে।
advertisement
advertisement
মালদহের পুরাতন মালদা পৌরসভার ধানহাট্টি পালপাড়া এলাকার প্রায় প্রতিটি বাড়িতে তৈরি করা হয় মোমো। বিক্রেতা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে এই এলাকার পুরুষরা বিক্রি করেন মোমো। এই এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার মোমো তৈরির কাজের সঙ্গে যুক্ত। মালদহ শহরের প্রায় ৯০% মোমোর দোকান রয়েছে এই এলাকার বাসিন্দাদের। তাই পালপাড়া এখন পরিচিতি পেয়েছে মোমো পাড়া নামে।
advertisement
এই তিব্বতি খাদ্য মোমো বর্তমানে বাঙালিদের সন্ধ্যার খাবার হিসেবে নজরে আসে শহরের ফুটপাত থেকে শুরু করে গ্রাম গঞ্জের বাজারে। তিব্বতি খাদ্য হলেও নেপাল ও ভারতে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে মোমো।
জিএম মোমিন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শুধু আম নয়, মালদহের এই এলাকা পরিচিত দারুণ সুস্বাদু এই খাবারের জন্য! না জানলে ভুল করবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement