বর্ষায় ঘরে ঢুকে পড়ছে সাপ? এই ৪ ঘরোয়া জিনিসেই মোক্ষম কাজ দেবে, লেজ তুলে পালাবে সাপ! বলছেন সাপ বিশেষজ্ঞ!

Last Updated:
Tips and Tricks: বর্ষাকালে বাড়ির ভিতরে সাপ ঢুকে পড়ার ঘটনা খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও এক বাড়িতেই একসঙ্গে দু’টি সাপ ঢুকে পড়ছে! আর এর ফলে আতঙ্কে পড়ছেন বহু মানুষ। সাপ বিশেষজ্ঞ অনুপম জানিয়েছেন, আতঙ্কিত না হয়ে বরং মেনে চলুন কয়েকটি সহজ ঘরোয়া টোটকা— তাহলেই বিপদ কাটবে।
1/9
দেশের বিভিন্ন জায়গায় বর্ষাকালে বাড়ির ভিতরে সাপ ঢুকে পড়ার ঘটনা খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও এক বাড়িতেই একসঙ্গে দু’টি সাপ ঢুকে পড়ছে! আর এর ফলে আতঙ্কে পড়ছেন বহু মানুষ। কখনও কখনও ভয়ে ভুল সিদ্ধান্ত নিয়েও চরম বিপদ ডেকে আনছেন তাঁরা।
দেশের বিভিন্ন জায়গায় বর্ষাকালে বাড়ির ভিতরে সাপ ঢুকে পড়ার ঘটনা খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও এক বাড়িতেই একসঙ্গে দু’টি সাপ ঢুকে পড়ছে! আর এর ফলে আতঙ্কে পড়ছেন বহু মানুষ। কখনও কখনও ভয়ে ভুল সিদ্ধান্ত নিয়েও চরম বিপদ ডেকে আনছেন তাঁরা।
advertisement
2/9
এই নিয়ে রাঁচির সাপ বিশেষজ্ঞ অনুপম জানিয়েছেন, আতঙ্কিত না হয়ে বরং মেনে চলুন কয়েকটি সহজ ঘরোয়া টোটকা— তাহলেই বিপদ কাটবে।
বর্ষায় বিষাক্ত সাপের ছোবলে মৃত্যুর হার বাড়ছে দেশ জুড়ে। জেলায় জেলায় বৃষ্টির জলে কিলবিল করছে সাপ। এ নিয়ে রাঁচির সাপ বিশেষজ্ঞ অনুপম জানিয়েছেন, আতঙ্কিত না হয়ে বরং মেনে চলুন কয়েকটি সহজ ঘরোয়া টোটকা— তাহলেই বিপদ কাটবে।
advertisement
3/9
🐍 কী করবেন, যদি বাড়িতে সাপ ঢুকে পড়ে?সাপ যদি ঘরের ভিতরে ঢুকে পড়ে, প্রথমেই ঘর থেকে বেরিয়ে দরজাটি বন্ধ করে দিন। কোনও অবস্থাতেই চিৎকার, দৌড়াদৌড়ি বা গলা ফাটিয়ে শোরগোল করবেন না। এতে সাপও উত্তেজিত হয়ে পড়ে এবং আরও বিপজ্জনক হতে পারে। বরং নিজেকে স্থির রাখুন। আতঙ্কে কিছু ভেঙে ফেলার চেষ্টা করলে বা সাপটিকে উত্ত্যক্ত করলে হিতে বিপরীত হতে পারে।
🐍 কী করবেন, যদি বাড়িতে সাপ ঢুকে পড়ে? সাপ যদি ঘরের ভিতরে ঢুকে পড়ে, প্রথমেই ঘর থেকে বেরিয়ে দরজাটি বন্ধ করে দিন। কোনও অবস্থাতেই চিৎকার, দৌড়াদৌড়ি বা গলা ফাটিয়ে শোরগোল করবেন না। এতে সাপও উত্তেজিত হয়ে পড়ে এবং আরও বিপজ্জনক হতে পারে। বরং নিজেকে স্থির রাখুন। আতঙ্কে কিছু ভেঙে ফেলার চেষ্টা করলে বা সাপটিকে উত্ত্যক্ত করলে হিতে বিপরীত হতে পারে।
advertisement
4/9
🔥 কেরোসিন বা ফিনাইল ব্যবহার করুনঘর থেকে সাপ তাড়াতে ব্যবহার করতে পারেন কেরোসিন তেল বা ফিনাইল। সাপ এই গন্ধ সহ্য করতে পারে না। গন্ধ পেলে তারা নিজেই বেরিয়ে যায়। তবে খুব কাছে গিয়ে ঢালবেন না। নিরাপদ দূরত্ব থেকে ছিটিয়ে দিন।
🔥 কেরোসিন বা ফিনাইল ব্যবহার করুন ঘর থেকে সাপ তাড়াতে ব্যবহার করতে পারেন কেরোসিন তেল বা ফিনাইল। সাপ এই গন্ধ সহ্য করতে পারে না। গন্ধ পেলে তারা নিজেই বেরিয়ে যায়। তবে খুব কাছে গিয়ে ঢালবেন না। নিরাপদ দূরত্ব থেকে ছিটিয়ে দিন।
advertisement
5/9
🪢 লাঠি বা মোটা কাপড় কাজে আসবেঅনুপম জানিয়েছেন, আপনি চাইলে এক টুকরো লাঠি দিয়ে সাবধানে তাকে তাড়াতে পারেন। যদি লাঠি জড়িয়ে ধরে, তবে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারেন। তবে মনে রাখবেন, এই পদ্ধতি ঝুঁকিপূর্ণ— খুবই সাবধানে করতে হবে।
🪢 লাঠি বা মোটা কাপড় কাজে আসবে অনুপম জানিয়েছেন, আপনি চাইলে এক টুকরো লাঠি দিয়ে সাবধানে তাকে তাড়াতে পারেন। যদি লাঠি জড়িয়ে ধরে, তবে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারেন। তবে মনে রাখবেন, এই পদ্ধতি ঝুঁকিপূর্ণ— খুবই সাবধানে করতে হবে।
advertisement
6/9
আর কিছু না ভেবে যদি কিছুই মাথায় না আসে, তাহলে একটা বড় মোটা কম্বল বা চাদর নিয়ে সাপের উপর ফেলে দিন। এতে সাপ স্থির হয়ে পড়বে এবং আপনি নিরাপদ দূরত্বে চলে যেতে পারবেন।
আর কিছু না ভেবে যদি কিছুই মাথায় না আসে, তাহলে একটা বড় মোটা কম্বল বা চাদর নিয়ে সাপের উপর ফেলে দিন। এতে সাপ স্থির হয়ে পড়বে এবং আপনি নিরাপদ দূরত্বে চলে যেতে পারবেন।
advertisement
7/9
📱 স্নেক ক্যাচারের নম্বর রাখুনযাদের বাড়িতে বাগান আছে বা যেখানকার অঞ্চলে সাপ বেশি দেখা যায়, তাদের জন্য সাপ ধরার বিশেষজ্ঞের নম্বর ফোনে সংরক্ষণ করে রাখা খুব জরুরি। বর্ষার আগেই বাড়ির চারপাশে সাপ প্রতিরোধী স্প্রে করে রাখাও অত্যন্ত কার্যকরী হতে পারে।
📱 স্নেক ক্যাচারের নম্বর রাখুন যাদের বাড়িতে বাগান আছে বা যেখানকার অঞ্চলে সাপ বেশি দেখা যায়, তাদের জন্য সাপ ধরার বিশেষজ্ঞের নম্বর ফোনে সংরক্ষণ করে রাখা খুব জরুরি। বর্ষার আগেই বাড়ির চারপাশে সাপ প্রতিরোধী স্প্রে করে রাখাও অত্যন্ত কার্যকরী হতে পারে।
advertisement
8/9
সাপ ঘরে ঢুকলে_______ 👉 দরজা বন্ধ করুন, আতঙ্কিত হবেন না 👉 চিৎকার-চেঁচামেচি নয় 👉 কেরোসিন, ফিনাইল ব্যবহার করুন 👉 স্নেক ক্যাচারকে কল করুন
সাপ ঘরে ঢুকলে_______  👉 দরজা বন্ধ করুন, আতঙ্কিত হবেন না 👉 চিৎকার-চেঁচামেচি নয় 👉 কেরোসিন, ফিনাইল ব্যবহার করুন 👉 স্নেক ক্যাচারকে কল করুন
advertisement
9/9
সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন!প্রাকৃতিক জীবেরও জীবন আছে—তাই মেরে নয়, তাড়িয়ে দিন স্নেককে সসম্মানে। বর্ষাকালের বাড়তি সতর্কতা আপনার ও পরিবারের প্রাণ বাঁচাতে পারে। আরও এমন সচেতনতার খবর পেতে চোখ রাখুন আমাদের পাতায়!
সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন! প্রাকৃতিক জীবেরও জীবন আছে—তাই মেরে নয়, তাড়িয়ে দিন স্নেককে সসম্মানে। বর্ষাকালের বাড়তি সতর্কতা আপনার ও পরিবারের প্রাণ বাঁচাতে পারে। আরও এমন সচেতনতার খবর পেতে চোখ রাখুন আমাদের পাতায়!
advertisement
advertisement
advertisement