বর্ষায় ঘরে ঢুকে পড়ছে সাপ? এই ৪ ঘরোয়া জিনিসেই মোক্ষম কাজ দেবে, লেজ তুলে পালাবে সাপ! বলছেন সাপ বিশেষজ্ঞ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Tips and Tricks: বর্ষাকালে বাড়ির ভিতরে সাপ ঢুকে পড়ার ঘটনা খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও এক বাড়িতেই একসঙ্গে দু’টি সাপ ঢুকে পড়ছে! আর এর ফলে আতঙ্কে পড়ছেন বহু মানুষ। সাপ বিশেষজ্ঞ অনুপম জানিয়েছেন, আতঙ্কিত না হয়ে বরং মেনে চলুন কয়েকটি সহজ ঘরোয়া টোটকা— তাহলেই বিপদ কাটবে।
advertisement
advertisement
🐍 কী করবেন, যদি বাড়িতে সাপ ঢুকে পড়ে? সাপ যদি ঘরের ভিতরে ঢুকে পড়ে, প্রথমেই ঘর থেকে বেরিয়ে দরজাটি বন্ধ করে দিন। কোনও অবস্থাতেই চিৎকার, দৌড়াদৌড়ি বা গলা ফাটিয়ে শোরগোল করবেন না। এতে সাপও উত্তেজিত হয়ে পড়ে এবং আরও বিপজ্জনক হতে পারে। বরং নিজেকে স্থির রাখুন। আতঙ্কে কিছু ভেঙে ফেলার চেষ্টা করলে বা সাপটিকে উত্ত্যক্ত করলে হিতে বিপরীত হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement