North Bengal Weather Update: ঢুকে পড়েছে বর্ষা! উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল বিক্ষিপ্ত বৃষ্টি গোটা বুধ-শুক্র! আবহওয়ার বড় আপডেট
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
North Bengal Weather Update: উত্তরবঙ্গের আকাশ মেঘলা, কুয়াশাচ্ছন্ন পাহাড়, আজও দিনভর বৃষ্টির সতর্কতা, ভারী বৃষ্টি বেশ কয়েক জেলায় শিলিগুড়িতে মেঘলা আকাশ। রাতভর বৃষ্টি। আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা ২৬ ডিগ্রি।
উত্তরবঙ্গের আকাশ মেঘলা, কুয়াশাচ্ছন্ন পাহাড়, আজও দিনভর বৃষ্টির সতর্কতা, ভারী বৃষ্টি বেশ কয়েক জেলায় শিলিগুড়িতে মেঘলা আকাশ। রাতভর বৃষ্টি। আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা ২৬ ডিগ্রি। দার্জিলিং-এ ঘন কুয়াশা। মেঘলা। বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা ১৩ ডিগ্রি। কালিম্পং-এ মেঘলা আকাশ। কুয়াশা। আজও বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি।
আরও পড়ুনঃ এসি-র হাওয়ায় টোটাল আরামে অফিস যাত্রা! মুম্বই-কলকাতা পর এসি ট্রেন এল কলকাতায়! কবে থেকে শুরু যাত্রা?
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্স-এ মেঘলা আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
আলিপুরদুয়ারে মেঘলা আকাশ।সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে মেঘলা আকাশ। সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে পরিষ্কার আকাশ। হালকা মেঘ। বৃষ্টির পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
ইসলামপুরে রোদ মেঘের লুকোচুরি, বৃষ্টির সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।গঙ্গারামপুরে মেঘলা আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২৫.০৮ ও সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩০.০৫ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2025 12:19 PM IST