West Bengal news: সরকারি প্রকল্পের আলো পৌঁছায়নি, জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে করলাভেলীর দুই বোন
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
West Bengal news: জীবনের কাছে হেরে যাওয়ার অনেক কারণ রয়েছে তা সত্ত্বেও হার না মানা লড়াই চালাচ্ছে দুই বোন! এই দুই বোনের জীবনযাত্রা আপনাকে অনুভব করতে বাধ্য করবে, হার না মেনে বেঁচে থাকার লড়াই জারি রাখা যায় এভাবেও! খানিক অবাক হচ্ছেন তো! ঘরের কোণে বৃষ্টির জল টপটপ শব্দে পড়ছে, মাটির মেঝেতে বিছানা।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: জীবনের কাছে হেরে যাওয়ার অনেক কারণ রয়েছে, তা সত্ত্বেও হার না মানা লড়াই চালাচ্ছে দুই বোন! এই দুই বোনের জীবনযাত্রা আপনাকে অনুভব করতে বাধ্য করবে, হার না মেনে বেঁচে থাকার লড়াই জারি রাখা যায় এভাবেও!
খানিক অবাক হচ্ছেন তো! ঘরের কোণে বৃষ্টির জল টপটপ শব্দে পড়ছে, মাটির মেঝেতে বিছানা। রান্না হবে তখনই, যখন দিদিরা কাজ সেরে ঘরে ফিরবে—হাতে থাকবে চালের থলি। এটাই জলপাইগুড়ি শহর লাগোয়া করলাভেলী চা বাগানের এক শ্রমিক পরিবারের প্রতিদিনের বাস্তবতা।
advertisement
advertisement
চারজনের পরিবার। বাবা অসুস্থ, চিকিৎসার খরচ চালানো দুষ্কর। সংসারের হাল ধরেছে দুই মেয়ে, যারা চা বাগানে পাতা তুলে যা মজুরি পান, তাই দিয়েই কোনওরকমে চলছে ঘরের খরচ। ছোট ভাই পড়াশোনার বয়সে পড়াশোনা ছেড়ে দিনের পর দিন অভাবের বাস্তব শিখছে। ঘরের ছাউনিতে ফুটো, বর্ষার দিনে মাটির ঘরে জলের স্রোত। ঘুমানোর জন্য নেই চৌকি পর্যন্ত। রাজ্য সরকারের বহু প্রকল্প এল, বহু পরিবার উপকৃতও হয়েছে। কিন্তু এখনও অনেকেই রয়েছেন সেই সুবিধার বাইরে। এই পরিবারগুলোর জীবনে এখনও আসেনি আলো।
advertisement
শুধুই অভাব নয়, আছে অবহেলাও। তবুও দমে যায় না এই দুই বোন। ঘরে বাবা, ভাই—সবাইকে নিয়ে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে তারা চুপচাপ, নিরলস। এভাবেই “লোকাল ১৮”-এর চোখে ধরা পড়ল করলাভেলী বাগানের শ্রমজীবী বাস্তবতা। এলাকাবাসীদের প্রশ্ন, আর কতকাল তারা থেকে যাবে প্রান্তিক? উন্নয়নের ছায়া কি একদিন পড়বে এই ঘরগুলোতেও? প্রশ্ন তুললেও, উত্তর অধরা!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 1:55 PM IST
