Crime news: জলপাইগুড়ির নাবালিকাকে ধর্ষণ করে খুন! মিলল বিচার, ফাঁসির সাজা যুবকের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
খুনের মামলায় অবশেষে ঘোষণা ফাঁসির সাজা ! বছর দুয়েক আগে ধূপগুড়ির বুকে ঘটেছিল এমন এক বিভীষিকাময় ঘটনা, যা কাঁপিয়ে দিয়েছিল গোটা এলাকা।
জলপাইগুড়ি: ধর্ষণ-খুনের মামলায় অবশেষে ঘোষণা ফাঁসির সাজা! বছর দুয়েক আগে ধূপগুড়ির বুকে ঘটেছিল এমন এক বিভীষিকাময় ঘটনা, যা কাঁপিয়ে দিয়েছিল গোটা এলাকা। ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর, মাত্র ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করে তারই প্রতিবেশী যুবক।
আজ সেই মামলার রায় বেরোল। জলপাইগুড়ির পকসো আদালত দোষীর ফাঁসির সাজা দিল। বিচারক রিণ্টু শূর এদিন শুক্রবার জানিয়ে দেন, এমন পাশবিক অপরাধে কোনও দয়া নয়, চাই কঠোরতম শাস্তি। প্রসঙ্গত, ২ বছর আগে ঘটনার দিন নির্যাতিতা নাবালিকা প্রতিবেশীর বাড়িতে জল আনতে গিয়েছিল। সেই সময়ই তাকে ধর্ষণ করে খুন করে অভিযুক্ত।
advertisement
advertisement
এর পরে প্রমাণ লোপাট করতে দেহ ঢুকিয়ে দেয় বস্তায়। পরে সাইকেলে চাপিয়ে ফেলে দেয় স্থানীয় ডুড়ুয়া নদীতে। অনেক পরে দেহ উদ্ধার হয়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তারপর থেকেই চলছিল বিচার পাওয়ার লড়াই। এদিন অভিযুক্তের ফাঁসির সাজা হওয়ায় খুশি নিহত নাবালিকার পরিবার। আদালত চত্বরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত নাবালিকার বাবা, মা। মেয়েকে ফিরে না পেলেও অপরাধীর শাস্তিই তাঁদের কাছে শান্ত্বনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 11, 2025 8:33 AM IST

