Meghalaya Honeymoon murder case: বিয়ের পর বরকে ছুঁতে পর্যন্ত দেননি সোনম, শারীরিক সম্পর্কের জন্য দিয়েছিলেন অদ্ভুত শর্ত, কী জানেন?

Last Updated:
Meghalaya Honeymoon murder case: ইন্দোরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাজা রঘুবংশীর হত্যার অভিযোগে গ্রেফতার সোনমকে নিয়ে মেঘালয় পুলিশ শিলং পৌঁছে গিয়েছে।সোনমকে নিয়ে আরেকটি চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে।
1/5
ইন্দোর: ইন্দোরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাজা রঘুবংশীর হত্যার অভিযোগে গ্রেফতার সোনমকে নিয়ে মেঘালয় পুলিশ শিলং পৌঁছে গিয়েছে। রাজ কুশওয়াহার চার সঙ্গীকে নিয়ে ইন্দোর থেকেও পুলিশ টিম শিলং রওনা হয়েছে। সব অভিযুক্তদের একসাথে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সোনমকে নিয়ে আরেকটি চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে।
ইন্দোর: ইন্দোরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাজা রঘুবংশীর হত্যার অভিযোগে গ্রেফতার সোনমকে নিয়ে মেঘালয় পুলিশ শিলং পৌঁছে গিয়েছে। রাজ কুশওয়াহার চার সঙ্গীকে নিয়ে ইন্দোর থেকেও পুলিশ টিম শিলং রওনা হয়েছে। সব অভিযুক্তদের একসাথে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সোনমকে নিয়ে আরেকটি চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে।
advertisement
2/5
সূত্রের খবর, রাজের সাথে সম্পর্কের কথা সোনমের পরিবারও জানত, তবুও পরিবার রাজা রঘুবংশীর সাথে সোনমের বিয়ে ঠিক করেছিল। বিয়ে ঠিক হতেই সোনমের তার মায়ের সাথে ঝগড়া হয়েছিল। পরে সোনম রাজের সঙ্গে মিলে রাজাকে পথ থেকে সরিয়ে দেয়।
সূত্রের খবর, রাজের সাথে সম্পর্কের কথা সোনমের পরিবারও জানত, তবুও পরিবার রাজা রঘুবংশীর সাথে সোনমের বিয়ে ঠিক করেছিল। বিয়ে ঠিক হতেই সোনমের তার মায়ের সাথে ঝগড়া হয়েছিল। পরে সোনম রাজের সঙ্গে মিলে রাজাকে পথ থেকে সরিয়ে দেয়।
advertisement
3/5
বিয়ের পর সোনম রাজাকে ছুঁতে পর্যন্ত দেয়নি, রাজার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরিতে রাজিও হয়নি সোনম। সংবাদমাধ্যমকে সোনমের বর রাজার বন্ধু আকাশ শর্মা বলেন, “রাজা আমায় বলেছিল, সোনম ওকে বলেছে, সোনমের মানত আছে, তাই সোনম এবং রাজা কামাখ্যা দেবীর দর্শন না করা পর্যন্ত দুজন ঘনিষ্ঠ হবে না। রাজা সোনমকে বিশ্বাস করে তাঁর কথা মেনে নিয়েছিল।
বিয়ের পর সোনম রাজাকে ছুঁতে পর্যন্ত দেয়নি, রাজার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরিতে রাজিও হয়নি সোনম। সংবাদমাধ্যমকে সোনমের বর রাজার বন্ধু আকাশ শর্মা বলেন, “রাজা আমায় বলেছিল, সোনম ওকে বলেছে, সোনমের মানত আছে, তাই সোনম এবং রাজা কামাখ্যা দেবীর দর্শন না করা পর্যন্ত দুজন ঘনিষ্ঠ হবে না। রাজা সোনমকে বিশ্বাস করে তাঁর কথা মেনে নিয়েছিল।
advertisement
4/5
১৫ মে সোনম শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি চলে যায়, সেখান থেকেই স্বামীর হত্যার পরিকল্পনা করে। গৌহাটির টিকিট বুক করায়। জিজ্ঞাসাবাদে রাজের সাথে তিনজন সুপারি কিলার স্বীকার করেছে যে সোনম ২২ মে শিলং পৌঁছেছিল। সেদিনই রাজাকে পাহাড়ে নিয়ে গিয়ে হত্যার পরিকল্পনা ছিল।
১৫ মে সোনম শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি চলে যায়, সেখান থেকেই স্বামীর হত্যার পরিকল্পনা করে। গৌহাটির টিকিট বুক করায়। জিজ্ঞাসাবাদে রাজের সাথে তিনজন সুপারি কিলার স্বীকার করেছে যে সোনম ২২ মে শিলং পৌঁছেছিল। সেদিনই রাজাকে পাহাড়ে নিয়ে গিয়ে হত্যার পরিকল্পনা ছিল।
advertisement
5/5
সেলফি তোলার অজুহাতে রাজাকে খাদে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল। বৃষ্টি এবং অন্ধকারের কারণে পরিকল্পনা বাতিল করতে হয়। সোনম রাজাকে হত্যার জন্য প্ল্যান বি-তে কাজ করে। পরের দিন তাকে পাহাড়ে নিয়ে গিয়ে হত্যা করে। ২৩ মে থেকে সোনম নিখোঁজ হয়ে যায়।
সেলফি তোলার অজুহাতে রাজাকে খাদে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল। বৃষ্টি এবং অন্ধকারের কারণে পরিকল্পনা বাতিল করতে হয়। সোনম রাজাকে হত্যার জন্য প্ল্যান বি-তে কাজ করে। পরের দিন তাকে পাহাড়ে নিয়ে গিয়ে হত্যা করে। ২৩ মে থেকে সোনম নিখোঁজ হয়ে যায়।
advertisement
advertisement
advertisement