North Bengal news: ডুয়ার্সে ফের শুরু হাতি সাফারি! পর্যটকদের জন্য খুশির খবর, কত খরচ, কী ভাবে বুকিং করবেন?
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Elephant Safari: গরমের ছুটিতে ডুয়ার্স যাওয়ার কথা ভাবছেন? জেনি, মাধুরীর পিঠে চড়েই রোমাঞ্চকর ট্রিপ হবে দুর্দান্ত। বসন্ত উৎসবের আগেই ভ্রমণ প্রেমীদের জন্যই দুর্দান্ত খবর নিয়ে হাজির বন দফতর।
জলপাইগুড়ি: গরমের ছুটিতে ডুয়ার্স যাওয়ার কথা ভাবছেন? জেনি, মাধুরীর পিঠে চড়েই রোমাঞ্চকর ট্রিপ হবে দুর্দান্ত। বসন্ত উৎসবের আগেই ভ্রমণ প্রেমীদের জন্যই দুর্দান্ত খবর নিয়ে হাজির বন দফতর।
বহুদিন বন্ধ থাকার পর আবার চালু হল গরুমারার জনপ্রিয় হাতি সাফারি। শুধু তাই নয়, খরচও কমানো হয়েছে, যা পর্যটকদের জন্য আরও স্বস্তির খবর। কয়েক বছর আগে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে দুটি হাতি জেনি ও মাধুরী, গোরুমারার ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে আনা হয়েছিল। মূলত সাফারির জন্যই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তবে বন দফতরের সিদ্ধান্তে কিছুদিন ধরে এই সাফারি বন্ধ ছিল। এবার ফের তা চালু করল বন দফতর।
advertisement
advertisement
হাতির পিঠে চড়ে সবুজে মোড়া গোরুমারার গভীর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। বন দফতরের ঘোষণা অনুযায়ী, আগে যেখানে হাতি সাফারির জন্য প্রতি পর্যটককে ১৪০০ টাকা খরচ করতে হত, এখন সেই খরচ কমিয়ে ১২০০ টাকা করা হয়েছে। তবে আপাতত অনলাইনে টিকিট বুকিং চালু হয়নি।
advertisement
শীঘ্রই অনলাইন বুকিং ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছে বন দফতর। এছাড়াও বনদফতর সূত্রের খবর, বর্তমানে প্রতিদিন সকাল ও বিকেলে মোট তিনবার সাফারির আয়োজন করা হবে— সকাল ২ বার ও বিকেলে ১ বার। ডুয়ার্সের জঙ্গলে বন্যপ্রাণীর টানে যারা বারবার ছুটে যান, তাদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক সুখবর। তাই ছুটির মরশুমে পরিকল্পনা করতে চাইলে এখনই প্রস্তুতি নিয়ে ফেলুন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2025 9:23 PM IST
