১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টি ! দুর্যোগ-বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়, একাধিক ট্রেন চলছে দেরিতে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি-রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরিতে। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
সাহ্নিক ঘোষ, কলকাতা: প্রায় ১২ ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়। কোথাও ধসে ঘরবাড়ি, সেতু ভেঙে পড়েছে। কোথাও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। পুজো মিটতে না-মিটতেই এই বিপর্যয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক। ফুঁসছে তিস্তা। ক্ষতিগ্রস্ত কালিম্পংও। পুজোর সময় পাহাড়ে ঘুরতে যাওয়া বহু পর্যটকই সেখানে আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
তিস্তা নদীর জলস্তর কিছুটা কমলেও সোমবার সকাল থেকেই উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি। রাতে কিছুটা স্বস্তি দেওয়ার পর আজ, সোমবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। তাতেই উদ্বিগ্ন নদী পাড়ের বাসিন্দারা। গতকাল, রবিবার সিকিম পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ আকার নিয়েছিল তিস্তা এবং জলঢাকা নদী। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে এসে ছিলেন দশ হাজারের বেশি মানুষ। জল কমায় কিছুটা স্বস্তি ফেরালেও ফের উদ্বেগ বাড়াল বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতির প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও ৷ বেশ কয়েকটি ট্রেন এখন নির্ধারিত সময়ের অনেকটাই দেরিতে চলছে ৷ দেখে নিন সেই তালিকা ৷
advertisement
advertisement
১) পদাতিক এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে
২) উত্তরবঙ্গ এক্সপ্রেস সাড়ে ৪ ঘণ্টা দেরিতে চলছে
৩) তিস্তা তোর্ষা এক্সপ্রেস ১৪ ঘণ্টা লেটে চলছে
৪) কাঞ্চনকন্যা এক্সপ্রেস সাড়ে ৪ ঘণ্টা লেটে চলছে
advertisement
৫) সরাইঘাট ৭ ঘণ্টা লেটে চলছে
৬) কামরূপ এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে
৭) ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস ১০ ঘণ্টা লেটে চলছে
**ডাউন ট্রেন
advertisement
শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে পাহাড়ে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি-রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরিতে। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 9:02 AM IST