Earthquake Alert: গভীর ঘুমে সকলেই, কেঁপে উঠল মাটি, আতঙ্কের ছোটাছুটি রাত আড়াইটায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Earthquake Alert: এখনও পর্যন্ত পাওয়া খবরে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি...
জম্মু: ন্যাশানাল সেন্টার অফ সিসমোলজি (NCS) অনুসারে, ৬ অক্টোবর, ২০২৫, সোমবার গভীর রাত ০২:৪৭:০৮ মিনিটে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬৷ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির থেকে ৫ কিলোমিটার গভীরে। এর উৎপত্তিস্থল ছিল ৩৩.১০ উত্তর অক্ষাংশ এবং ৭৬.১৮ পূর্ব দ্রাঘিমাংশ। গভীর রাতে হলেও যেভাবে মাটি কেঁপে ওঠে তাতে ভূমিকম্পের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এনসিএস তাদের এক্স পোস্টে এই তথ্য দিয়েছে, যেখানে লেখা ছিল, ‘ভূমিকম্পের তীব্রতা: ৩.৬, তারিখ- ০৬/১০/২০২৫ ০২:৪৭:০৮ (ভারতীয় সময়), অক্ষাংশ: ৩৩.১০ উত্তর, দ্রাঘিমাংশ: ৭৬.১৮ পূর্ব, গভীরতা: ৫ কিমি, অবস্থান: ডোডা, জম্মু ও কাশ্মীর।’
EQ of M: 3.6, On: 06/10/2025 02:47:08 IST, Lat: 33.10 N, Long: 76.18 E, Depth: 5 Km, Location: Doda, Jammu & Kashmir.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/9jHDsDz25c— National Center for Seismology (@NCS_Earthquake) October 5, 2025
advertisement
advertisement
স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় মৃদু কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এনসিএস বিশেষজ্ঞরা বলছেন যে ৩.৬ মাত্রার ভূমিকম্পকে মৃদু বলে মনে করা হয়।
advertisement
সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয় না, তবে পাহাড়ি অঞ্চলের কারণে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ডোডায় এখনও কোনও সরকারি ত্রাণ শিবির বা উদ্ধারকারী দল স্থাপন করা হয়নি, যা আগেও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 9:14 AM IST