North Bengal Landslide: সিকিম যাওয়ার জাতীয় সড়কে ধস! চরম সমস্যায় যান চলাচল, কোন রুটে গেলে জ্যামে পড়তে হবে না, দেখে নিন
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Madhab Das
Last Updated:
বাংলা-সিকিম লাইফ লাইন অর্থাৎ ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এবং গেলখোলার মাঝে বিরাট ধস লক্ষ্য করা যায়। আর এর ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয় এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ।
দার্জিলিং, পার্থ প্রতিম সরকার: গত সপ্তাহের শনিবার মুষলধারে বৃষ্টিতে বিপর্যয়ের মুখে পড়ে উত্তরবঙ্গের পাহাড়। যে বিপর্যয় থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন পাহাড়ের বাসিন্দারা। আবারও নতুন করে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। তবে এসবের মধ্যেই আবার বিপত্তি বাঁধল সিকিম যাওয়ার জাতীয় সড়কে ধসের কারণে। বাংলা-সিকিম লাইফ লাইন অর্থাৎ ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এবং গেলখোলার মাঝে বিরাট ধস লক্ষ্য করা যায়। আর এর ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয় এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ।
ধস নামার পর রাতভর যুদ্ধকালীন তৎপরতাই সংস্কারের কাজ চালানো হয়। আর সেই সংস্কারের কাজ চালানোর পর ২৯ মাইলে একমুখী যান চলাচলের অনুমতি দেওয়া হয়। ছোট গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে। এর ফলে প্রচুর জ্যাম দেখা যাচ্ছে এলাকায়। প্রশাসনের তরফে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, ভগ্নিপতি-সহ অনেক! এখন কেমন রয়েছেন তাঁরা
advertisement
advertisement
১০ নম্বর জাতীয় সড়কে ধসের কারণে বাংলা থেকে সিকিম অথবা সিকিম থেকে বাংলা যাতায়াতকারী যানবাহনকে সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য যে সকল বিকল্প রুট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি হল—
আরও পড়ুন: ৩০ লক্ষের বিগ বাজেটের কালীপুজো! নজরকাড়া থিম, জানলে ছুটে আসবেন পূর্ব মেদিনীপুরের ‘এই’ মণ্ডপে
advertisement
শিলিগুড়ি-সিকিম বিকল্প পথ
শিলিগুড়ি-কালিম্পং বিকল্প পথ
এ পাশাপাশি প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কার চালানো হচ্ছে, যাতে করে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল ও গেলখোলার মাঝের ধস সংস্কার করে যান চলাচল পুরোপুরি ভাবে স্বাভাবিক করা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Oct 10, 2025 9:55 AM IST








