North Bengal Landslide: সিকিম যাওয়ার জাতীয় সড়কে ধস! চরম সমস্যায় যান চলাচল, কোন রুটে গেলে জ্যামে পড়তে হবে না, দেখে নিন

Last Updated:

বাংলা-সিকিম লাইফ লাইন অর্থাৎ ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এবং গেলখোলার মাঝে বিরাট ধস লক্ষ্য করা যায়। আর এর ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয় এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ।

১০ নম্বর জাতীয় সড়কে ধস
১০ নম্বর জাতীয় সড়কে ধস
দার্জিলিং, পার্থ প্রতিম সরকার: গত সপ্তাহের শনিবার মুষলধারে বৃষ্টিতে বিপর্যয়ের মুখে পড়ে উত্তরবঙ্গের পাহাড়। যে বিপর্যয় থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন পাহাড়ের বাসিন্দারা। আবারও নতুন করে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। তবে এসবের মধ্যেই আবার বিপত্তি বাঁধল সিকিম যাওয়ার জাতীয় সড়কে ধসের কারণে। বাংলা-সিকিম লাইফ লাইন অর্থাৎ ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এবং গেলখোলার মাঝে বিরাট ধস লক্ষ্য করা যায়। আর এর ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয় এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ।
ধস নামার পর রাতভর যুদ্ধকালীন তৎপরতাই সংস্কারের কাজ চালানো হয়। আর সেই সংস্কারের কাজ চালানোর পর ২৯ মাইলে একমুখী যান চলাচলের অনুমতি দেওয়া হয়। ছোট গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে। এর ফলে প্রচুর জ্যাম দেখা যাচ্ছে এলাকায়। প্রশাসনের তরফে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
১০ নম্বর জাতীয় সড়কে ধসের কারণে বাংলা থেকে সিকিম অথবা সিকিম থেকে বাংলা যাতায়াতকারী যানবাহনকে সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য যে সকল বিকল্প রুট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি হল—
advertisement
শিলিগুড়ি-সিকিম বিকল্প পথ
  • শিলিগুড়ি-কার্শিয়ং-জোরবাংলো-পেশক-তিস্তাবাজার-চিত্রে-রংপো।
  • শিলিগুড়ি-সেবক-গরুবাথান-লাভআ-আলগাড়া-কালিম্পং-চিত্রে-মল্লি-রংপো।
  • শিলিগুড়ি-কালিম্পং বিকল্প পথ
    • শিলিগুড়ি-কার্শিয়ং-জোরবাংলো-পেশক-তিস্তাবাজার-চিত্রে-কালিম্পং।
    • শিলিগুড়ি-সেবক-গরুবাথান-লাভআ-আলগাড়া-কালিম্পং।
    • এ পাশাপাশি প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কার চালানো হচ্ছে, যাতে করে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল ও গেলখোলার মাঝের ধস সংস্কার করে যান চলাচল পুরোপুরি ভাবে স্বাভাবিক করা যায়।
      view comments
      বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
      North Bengal Landslide: সিকিম যাওয়ার জাতীয় সড়কে ধস! চরম সমস্যায় যান চলাচল, কোন রুটে গেলে জ্যামে পড়তে হবে না, দেখে নিন
      Next Article
      advertisement
      Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
      ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
      • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

      • স্বপ্নের মতো মনে হচ্ছে...

      • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

      VIEW MORE
      advertisement
      advertisement