ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, ভগ্নিপতি-সহ অনেক! এখন কেমন রয়েছেন তাঁরা

Last Updated:

বীরভূমের চিনপাই গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার বিকেলে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, ভগ্নিপতি-সহ মোট আটজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনা গ্রস্থ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোনের গাড়ি
দুর্ঘটনা গ্রস্থ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোনের গাড়ি
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের চিনপাই গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার বিকেলে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, ভগ্নিপতি-সহ মোট আটজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর দু’টি গাড়িই উল্টে যায়, মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি চারচাকা গাড়িতে করে চন্দ্রনাথ সিনহার বোন, তাঁর স্বামী এবং পরিবারের আরও তিনজন মুরারই থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি চারচাকা যাত্রীবাহী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। জোরালো ধাক্কায় দুটি গাড়িই উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। সদাইপুর থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে।
advertisement
advertisement
আহত অর্ণব ঘোষ জানান, “আমরা বীরভূমের মুরারই থেকে পুরুলিয়া যাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে থেকে একটি মারুতি ভ্যান আসছে। প্রচণ্ড ধাক্কা লাগে, গাড়ি উল্টে যায়। আমি ঠিক আছি, কিন্তু মা, বাবা আর ঠাকুমার অবস্থা ভাল নয়।” অন্যদিকে, মারুতি ভ্যানে থাকা তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদেরও সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আহতদের খোঁজখবর নিয়ে তিনি জানান, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, ভগ্নিপতি ও তাঁদের পরিবারের সদস্যরা এই দুর্ঘটনায় জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতায় স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। মোট আট থেকে নয়জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুটি গাড়িই উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, ভগ্নিপতি-সহ অনেক! এখন কেমন রয়েছেন তাঁরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement