Kali Puja 2025: ৩০ লক্ষের বিগ বাজেটের কালীপুজো! নজরকাড়া থিম, জানলে ছুটে আসবেন পূর্ব মেদিনীপুরের 'এই' মণ্ডপে

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বৃহৎ আকারে কালীপুজো আয়োজিত হয় নন্দকুমারে। প্রতিবছর থিমের মণ্ডপ ও প্রতিমা সহ সবকিছু জেলা ও বিভিন্ন জেলার দর্শনার্থীদের মন কাড়ে।

+
বিগ

বিগ বাজেট কালীপুজো প্রস্তুতি শুরু

নন্দকুমার, সৈকত শী: কালীপুজোর জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর। সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ছোট বড় মিলিয়ে অসংখ্য কালীপুজো হয়। পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু প্রান্ত রয়েছে যেখানে যেখানে দুর্গাপুজোর চেয়েও কালীপুজোয় উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়। তাই জেলা জুড়ে বিভিন্ন জায়গায় কালীপুজো মানে প্রতিমা থেকে মণ্ডপ এমন কী লাইটের চমক লক্ষ্য করা যায়। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বৃহৎ আকারে কালীপুজো আয়োজিত হয় নন্দকুমারে। প্রতিবছর থিমের মণ্ডপ ও প্রতিমা সহ সবকিছু জেলা ও বিভিন্ন জেলার দর্শনার্থীদের মন কাড়ে। এবার তাদের মণ্ডপে থিম, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ রূপান্তরিত হচ্ছে পুতুলে।
নন্দকুমার থানার অন্তর্গত আলেয়া ক্লাব পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিগ বাজেটের কালীপুজো আয়োজন করে। প্রতিবছর কালীপুজোর এই ক্লাবের পুজোর জন্য মুখিয়ে থাকে সাধারণ মানুষ। প্রতিবছর কালী পুজোয় নানা থিমের চমকে তাক লাগায় এই পুজো কমিটি। এই ক্লাবের কালীপুজো চলতি বছর ৫৭ তম বছরে পদার্পণ করেছে। এবারের কালীপুজোর মণ্ডপে থিমে তুলে ধরা হবে, যন্ত্র সভ্যতা কীভাবে মানুষকে গ্রাস করছে। আর মানুষ দিনের পর দিন পুতুলে পরিণত হচ্ছে। মানুষ হারিয়ে যাচ্ছে মানুষের থেকে। যন্ত্র সভ্যতা মানুষের চেতনাকে বদ্ধ করে রেখেছে, ফলে হারিয়ে যাচ্ছে বেঁচে থাকার আসল পরিসর। সেটাই এবার থিমের মাধ্যমে ফুটে উঠবে জেলার উন্নতম বিগ বাজেটের কালীপুজোয়।
advertisement
advertisement
এ বিষয়ে ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানান, আলেয়ার কালীপুজোয় এবারের থিম সোপান। বিষয় হল, ‘দিন দিন যান্ত্রিক সভ্যতায় মানুষ হয়ে উঠছে পুতুল। এই পরিবর্তন তুলে ধরা হবে মণ্ডপে। মণ্ডপ নির্মাণ হবে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ভাবনায়। শুধু পুজো নয় পুজোয় পাশাপাশি, সমাজ সেবামূলক কাজকর্ম ও পুজোর দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।‌ এর পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।’ প্রতিবছর আলেয়ার পুজো মণ্ডপ দেখতে ভিড় করে বহু মানুষ। ফলে তাদের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম এই কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে খুঁটি পুজোর মাধ্যমে। প্রতিবছর জেলার পাশাপাশি ভিন জেলার মানুষজন তাদের মণ্ডপে ভিড় জমান কালীপুজোর সময়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবারও তাদের এই মণ্ডপ সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলবে বলে অভিমত। জেলার এই কালীপুজোর এবারের বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। যান্ত্রিক সভ্যতা মানুষকে পুতুল বানিয়ে রেখেছে মানুষের মূল্যবোধ মানবিকতা হারিয়ে যাচ্ছে, তাই ফুটে উঠবে মণ্ডপে। উদ্যোক্তাদের কথায় সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই ধরনের থিম ভাবা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: ৩০ লক্ষের বিগ বাজেটের কালীপুজো! নজরকাড়া থিম, জানলে ছুটে আসবেন পূর্ব মেদিনীপুরের 'এই' মণ্ডপে
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement