North Bengal: নিশ্চিন্তে ঘুমিয়েছিল ২ শিশু, রাত ২ টোয় প্রবল বৃষ্টি, উপড়ে ভেঙে পড়ল গাছ! সকালে মর্মান্তিক দৃশ‍্য...শিশুমৃত‍্যুতে কান্নার রোল মিরিকে

Last Updated:

North Bengal: এক রাতের বৃষ্টিতেই মর্মান্তিক কাণ্ড। ধসে চাপা পড়ে মৃত্যু দুই শিশুর।

নিশ্চিন্তে ঘুমিয়েছিল ২ শিশু, রাত ২ টোয় প্রবল বৃষ্টি, উপড়ে ভেঙে পড়ল গাছ! সকালে মর্মান্তিক দৃশ‍্য...শিশুমৃত‍্যুতে কান্নার রোল মিরিকে
নিশ্চিন্তে ঘুমিয়েছিল ২ শিশু, রাত ২ টোয় প্রবল বৃষ্টি, উপড়ে ভেঙে পড়ল গাছ! সকালে মর্মান্তিক দৃশ‍্য...শিশুমৃত‍্যুতে কান্নার রোল মিরিকে
নীচগাঁও, মিরিক: এক রাতের বৃষ্টিতেই মর্মান্তিক কাণ্ড। ধসে চাপা পড়ে মৃত্যু দুই শিশুর। দশাই উৎসবে সামিল হয়েছিল সকলে। পঞ্চম শ্রেণীর পড়ুয়ার ওই রাতে বাড়ি ফেরা হয়নি। পড়শীর বাড়িতেই এক ঘরে চতুর্থ শ্রেণীর অন‍্য এক পড়ুয়ার সঙ্গেই ঘুমিয়েছিল। দুই শিশু যে ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ধসে ভেঙে পড়ে সেই ঘর। মর্মান্তিক মৃত‍্যু পঞ্চম এবং চতুর্থ শ্রেণীর দুই পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মিরিকের নীচগাঁও এলাকায়।
সূত্রের খবর রাত ২ টো নাগাদ প্রবল বৃষ্টি নামে। সেই প্রবল বৃষ্টির জেরেই ওপর থেকে মাটি, গাছ উপড়ে পড়ে চতুর্থ শ্রেণীর মৃত পড়ুয়ার বাড়ির উপর। রাতভর খোঁজ মেলেনি দুই শিশুর। সকাল সাড়ে ৮টায় নিথর দেহ উদ্ধার করা হয়। এলাকাজুড়ে শোকের আবহ৷ জলের পাইপ লাইন ধসে চাপা। পানীয় জল নেই। কাল বিকেলে বিদ্যুৎ ফিরে পেয়েছে। তীব্র জলকষ্টে গ্রাম।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃষ্টিতে ধস এবং বন‍্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুধিয়া থেকে মিরিক যাওয়ার পথের সেতু ভেঙে গিয়েছে। একাধিক জনের মৃ‍ত‍্যু হয়েছে দুর্যোগে। মিরিকে ঘুরতে গিয়ে ৮ বছরের এক শিশুকন‍্যার মৃত‍্যুর খবরও পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার মিরিকের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। একই দিনে মিরিকে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও থাকবেন তাঁর সঙ্গে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal: নিশ্চিন্তে ঘুমিয়েছিল ২ শিশু, রাত ২ টোয় প্রবল বৃষ্টি, উপড়ে ভেঙে পড়ল গাছ! সকালে মর্মান্তিক দৃশ‍্য...শিশুমৃত‍্যুতে কান্নার রোল মিরিকে
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement