North Bengal: নিশ্চিন্তে ঘুমিয়েছিল ২ শিশু, রাত ২ টোয় প্রবল বৃষ্টি, উপড়ে ভেঙে পড়ল গাছ! সকালে মর্মান্তিক দৃশ্য...শিশুমৃত্যুতে কান্নার রোল মিরিকে
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
North Bengal: এক রাতের বৃষ্টিতেই মর্মান্তিক কাণ্ড। ধসে চাপা পড়ে মৃত্যু দুই শিশুর।
নীচগাঁও, মিরিক: এক রাতের বৃষ্টিতেই মর্মান্তিক কাণ্ড। ধসে চাপা পড়ে মৃত্যু দুই শিশুর। দশাই উৎসবে সামিল হয়েছিল সকলে। পঞ্চম শ্রেণীর পড়ুয়ার ওই রাতে বাড়ি ফেরা হয়নি। পড়শীর বাড়িতেই এক ঘরে চতুর্থ শ্রেণীর অন্য এক পড়ুয়ার সঙ্গেই ঘুমিয়েছিল। দুই শিশু যে ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ধসে ভেঙে পড়ে সেই ঘর। মর্মান্তিক মৃত্যু পঞ্চম এবং চতুর্থ শ্রেণীর দুই পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মিরিকের নীচগাঁও এলাকায়।
সূত্রের খবর রাত ২ টো নাগাদ প্রবল বৃষ্টি নামে। সেই প্রবল বৃষ্টির জেরেই ওপর থেকে মাটি, গাছ উপড়ে পড়ে চতুর্থ শ্রেণীর মৃত পড়ুয়ার বাড়ির উপর। রাতভর খোঁজ মেলেনি দুই শিশুর। সকাল সাড়ে ৮টায় নিথর দেহ উদ্ধার করা হয়। এলাকাজুড়ে শোকের আবহ৷ জলের পাইপ লাইন ধসে চাপা। পানীয় জল নেই। কাল বিকেলে বিদ্যুৎ ফিরে পেয়েছে। তীব্র জলকষ্টে গ্রাম।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃষ্টিতে ধস এবং বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুধিয়া থেকে মিরিক যাওয়ার পথের সেতু ভেঙে গিয়েছে। একাধিক জনের মৃত্যু হয়েছে দুর্যোগে। মিরিকে ঘুরতে গিয়ে ৮ বছরের এক শিশুকন্যার মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার মিরিকের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। একই দিনে মিরিকে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও থাকবেন তাঁর সঙ্গে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2025 10:37 AM IST







