Temple: ধ্বংসস্তূপের মাঝেও অক্ষত দুটি মন্দির! জলঢাকার বন্যায় অবিশ্বাস্য দৃশ্য হোগলাপাতায়
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলঢাকা নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত ডুয়ার্সের হোগলাপাতা গ্রাম। চারিদিকে ধ্বংসস্তূপ, ভিটেমাটি হারানো মানুষ। তবে বিস্ময়—ধ্বংসের মাঝেও অক্ষত রইল দুটি ছোট্ট মন্দির!
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ধ্বংসস্তূপের মাঝেও অক্ষত দুটি মন্দির! এ কি কোনও অলৌকিক ঘটনা? বিস্ময়ে গ্রামবাসী! প্রবল জলোচ্ছ্বাসে জলঢাকা নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। ধূপগুড়ির গধেয়ায়কুঠী গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা গ্রাম যেন এখন এক মৃত্যুপুরী। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, ভিটেমাটি হারানো মানুষের দীর্ঘশ্বাস। কিন্তু সেই ধ্বংসের মাঝেই এক আশ্চর্য দৃশ্য-অক্ষত দুটি ছোট্ট মন্দির।
স্থানীয় কমল রায়ের বাড়ি ছিল সেই বাঁধ ভাঙা স্থানের কয়েক মিটার দূরে। এখন সেখানে শুধু বালি আর পলির স্তূপ। ঘরবাড়ি ভেসে গিয়েছে। পরিবার আশ্রয় নিয়েছে ত্রিপলের নিচে। কিন্তু অবিশ্বাস্যভাবে, তাদের ঠাকুরঘরের দুটি মন্দির ,একটি টিনের ছাউনি আর অর্ধেক দেয়ালের নির্মাণ—এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে।
advertisement
advertisement
প্রবল স্রোত মন্দিরের পাশ দিয়ে বয়ে গেলেও কাঠামোর কিছুই ভাঙেনি। নিচের অংশে ক্ষতি হয়েছে, কিন্তু মূল গঠন অক্ষত। আশপাশের পাকা বাড়ি মাটির সঙ্গে মিশে গেলেও এই দুটি ছোট্ট মন্দির এখনও স্থির…যেন ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ।বন্যা দেখতে আসা মানুষজনের মুখে তাই একটাই কথা ভগবান নিজেই রক্ষা করেছেন নিজের বাড়িকে।”
advertisement
অনেকেই বলছেন, এই ঘটনাই তাদের মনোবল ফিরিয়ে দিয়েছে, বিশ্বাস জাগিয়েছে যে ধ্বংসের মধ্যেও আশা টিকে থাকে। তবে মানবিক বাস্তবতা ভয়াবহ। শত শত মানুষ গৃহহারা, খাদ্য ও পানীয় জলের সংকটে ভুগছেন। দুর্গতদের একটাই দাবি- জলঢাকার বাঁধ দ্রুত মেরামত হোক, তারা যেন ফিরে পায় নিজের ভিটেমাটি। প্রশাসন আশ্বাস দিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 4:52 PM IST