North Bengal Flood Situation: কাদায় মাখামাখি হয়ে পড়ে আছে ইতিহাস বই..স্কুল ব্যাগ কোথায় কে জানে! এখন পানীয় জলের লাইনে দাঁড়িয়ে সীমা-সবুজরা
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সীমা বলে, ব্যাগ, বই কিছুই আমার খুঁজে পাচ্ছি না। ঘরে এত পরিমাণ পলি জমেছে যে তার নীচে কিছু থাকলে সেটাও নষ্ট হয়ে গিয়েছে। রিমা বলছে, দুই একটা পাতা খুঁজে পেয়েছি আমার বইয়ের। কিন্তু তা দিয়ে পড়াশোনা করতে পারব না।
উত্তরবঙ্গ: জলে ভেজা গ্রামে চিন্তায় পড়ুয়ারা। ভেসে গেছে ব্যাগ, বই, খাতা৷ নোংরা জলে ভাসছে বা কাদায় মাখামাখি হয়ে পড়ে আছে ইতিহাস, ভুগোল বই৷ সমস্যায় ছাত্র-ছাত্রীরা।সীমা-রিমা দুই বোন৷ একজন পঞ্চম শ্রেণিতে পড়ে। একজন দ্বিতীয় শ্রেণিতে৷ ভোরবেলার চিৎকার চেঁচামেচিতে কোনও ক্রমে মা-বাবার হাত ধরে ঘর ছেড়ে বেরিয়েছিল। ঘরে ফিরে দেখে পলির আস্তরণে মুখ গুঁজেছে কিছু বইয়ের পাতা। জলে ভাসছে ইতিহাসের বই, ব্যাগ। দুই বোন জানে না কবে আবার শুরু করতে পারবে পড়াশোনা।
সীমা বলে, ব্যাগ, বই কিছুই আমার খুঁজে পাচ্ছি না। ঘরে এত পরিমাণ পলি জমেছে যে তার নীচে কিছু থাকলে সেটাও নষ্ট হয়ে গিয়েছে। রিমা বলছে, দুই একটা পাতা খুঁজে পেয়েছি আমার বইয়ের। কিন্তু তা দিয়ে পড়াশোনা করতে পারব না। ক্লাস ফোরের সবুজ, ভেঙে যাওয়া বাড়ির দাওয়ায় থম মেরে বসে আছে। মাথার ওপরে ঝুলছে কাদা মাখা ছেঁড়া স্কুল ব্যাগটা। দিদির স্কুলের পোশাকটা পাওয়া গেছে ঝোপ থেকে। তারটা কই? জানে না সবুজ।
advertisement
advertisement
সবুজ বলছে, মা অনেক চেষ্টা করেছিল। কিন্তু কোথাও বই খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের সব জিনিস চলে গেছে। সব নষ্ট হয়ে গেছে। আপাতত পানীয় জল আনতে একবার মায়ের সাথে লাইন দিতে হচ্ছে বা গ্রামে ত্রাণ দিতে আসলে ছুটতে হচ্ছে যদি একটা পোশাক মেলে। ক্লাস নাইনের সমরেশ অবশ্য টেনশনে নেই। পরের বার মাধ্যমিক দেবে সে৷ স্কুল থেকে বই মিলবে বলে সে আশাবাদী।
advertisement
সমরেশ বলছে, মনে হয় পুজোর পরে স্কুল খুললে আমাদের স্কুল থেকে কিছু একটা ব্যবস্থা হবে। আপাতত আমাদের হাতে কিছু নেই। বিধ্বস্ত একাধিক গ্রামেই ছাত্র ছাত্রীরা হারিয়েছে বই। হারিয়েছে গুরুত্বপূর্ণ নথি৷ সরকার অবশ্য তা দেবে বলেছে শীঘ্রই।মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, চিন্তা করবেন না। নথি, বই আমরা সব দিয়ে দেব। বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ফের কবে স্কুল যেতে পারবে রিমা-সীমা-সবুজরা। অপেক্ষায় ডুয়ার্স।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 11, 2025 11:02 AM IST