North Bengal Disaster: বিপর্যয়ের জের! উত্তরের 'এই' নদী বাঁধের কিছু অংশে ফাটল-ধস, জল কমতেই শুরু ভাঙন
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North Bengal Disaster: আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, উত্তরের নানা জেলায় দেখা যাচ্ছে বিপর্যয়ের ছবি। জল কমতেই আবার শুরু হয়েছে ভাঙন। নোনাই নদীর বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, উত্তরের নানা জেলায় দেখা যাচ্ছে বিপর্যয়ের ছবি। জল কমতেই আবার শুরু হয়েছে ভাঙন। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ নং ব্লকের বিবেকানন্দ ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোনাই নদীর বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। এলাকা পরিদর্শন করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান।
জানা যাচ্ছে, ১২/১৬০ এবং ১২/১৬১ বুথের ঠিক পাশেই অবস্থিত এই বাঁধের কয়েকটি অংশে ভয়ঙ্করভাবে ফাটল ধরেছে এবং ধস নেমেছে। এই ফাটল ও ধস যে কোনও মুহূর্তে বড় ধরণের ভাঙনের কারণ হতে পারে, যা পার্শ্ববর্তী এলাকায় বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুনঃ প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত আলিপুরদুয়ার! খোলা হল জেলার প্রথম ফ্লাড সেন্টার, কোথায় জানুন
এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং নদী বাঁধের স্থায়িত্ব বজায় রাখতে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের দ্রুত বাঁধের মেরামতের কাজ শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসিমারা সংলগ্ন সুভাষিনী চা বাগান। এলাকায় তোর্ষা নদীর বাঁধ ভেঙেছে। সুভাষিনী চা বাগান এলাকায় চালু হয়েছে জেলার প্রথম ফ্লাড সেন্টার। গৃহবন্দি পরিবারের সদস্যদের উদ্ধার করে সেখানে আনছে ব্লক প্রশাসন ও পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
October 06, 2025 1:17 PM IST