Malda News: জমা জলে ছড়াচ্ছে দুর্গন্ধ! আজও তৈরি হয়নি গ্রামের নিকাশি ব্যবস্থা! ক্ষোভ গ্রামবাসীদের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Malda News: গ্রামের বাসিন্দাদের অভিযোগ বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান কে লিখিত ভাবে জানিও সমস্যার সমাধান হয়নি।
মালদহ: বর্ষার বৃষ্টির জল এখন জমে রয়েছে গোটা এলাকায়। মাঝেমধ্যে বৃষ্টি হলেই জল জমছে রাস্তায়। এমনকি বাড়ির উঠান জলমগ্ন হচ্ছে। দীর্ঘদিন বৃষ্টির জল জমে দূর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। মশা মাছি-সহ বিভিন্ন কীটপতঙ্গের উপদ্রব বাড়ছে। বাধ্য হয়েই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। কারণ গ্রামে নেই কোন নিকাশি ব্যবস্থা। যার ফলে একটু বৃষ্টিতেই জমা জমছে এলাকায়। এমনকি এখনও বর্ষার জল জমে রয়েছে গোটা এলাকায়। মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর পঞ্চায়েতের গোপালপুর গ্রামের চিত্র।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান কে লিখিত ভাবে জানিও সমস্যার সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দা চন্দনা মন্ডল বলেন, বৃষ্টির জল জমে থাকছে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। বাড়ির উঠোন পর্যন্ত জল জমা হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন জল জমে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা এলাকায় ড্রেনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি।
advertisement
advertisement
আরও পড়ুন: পেরিয়েছে ৩৫০ বছর, চাঁচল রাজ পরিবারের পুজো এখন সর্বজনীন
এমনকি গ্রামবাসীদের আরও অভিযোগ, নিকাশি ব্যবস্থা তৈরীর জন্য পরিকল্পনা গ্রহণ করা হলেও বর্তমানে তা বাস্তবায়িত করা হচ্ছে না। এদিকে বছরের পর বছর সমস্যায় রয়েছেন এলাকার বাসিন্দারা।গোপালপুর গ্রামে রাস্তার দুই ধারে ঘন বসতি রয়েছে। কিন্তু তারপরেও নেই নিকাশী নালা। নিত্যদিন পরিবার গুলির ব্যবহার করা জল বেরোনোর জায়গা নেই। বৃষ্টি হলেই আশেপাশে জমছে জল। দীর্ঘদিন সেই জল জমে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। মাঝেমধ্যে বৃষ্টি হলেই জমা জল রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। যাতায়াত করতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। বিগত কয়েক বছর ধরেই এমনই পরিস্থিতি গ্রামের। নিকাশি ব্যবস্থা তৈরি হলেই সমস্যার সমাধান হবে বলে জানান গ্রামের বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্যা সনেকা মনৃডল বলেন, নিকাশি ব্যবস্থা তৈরীর জায়গা নেই। ওই গ্রামের জল কোন এলাকা দিয়ে বার করা হবে সেই পরিকল্পনা করা হচ্ছে। দ্রুত এলাকায় নিকাশি ব্যবস্থা তৈরি করা হবে এলাকার মানুষের সমস্যার সমাধান করা হবে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2024 2:41 PM IST